দোহারে ইয়াবাসহ চার মাদক ব্যবসায়ী গ্রেফতার

648
দোহারে ইয়াবাসহ চার মাদক ব্যবসায়ী গ্রেফতার

ঢাকার দোহার উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে অভিযান পরিচালনা করে ২২৫০(দুই হাজার দুইশত পঞ্চাশ) পিছ ইয়াবাসহ চারজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে দোহার থানা পুলিশ।

রবিবার রাতে দোহার থানার ওসি মোস্তফা কামালের নির্দেশে এসআই নান্টু কৃষ্ণ মজুমদার গোপন সংবাদের ভিত্তিতে সুতারপাড়া ইউনিয়নের দোহার বাজার এলাকা হতে সীতা শর্মা(৪০), ও আনোয়ার হোসেন আনু(৩৮) নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করে। পরে তাদের জিজ্ঞাসাবাদের তথ্য অনুযায়ী মোঃ হাসান ওরফে চায়না হাসান(২৩) ও মোঃ ফিরোজ রহমান(৪৫) কে আটক করা হয়। পরে তাদেdOharর কাছ থেকে ২২৫০ পিচ ইয়াবা উদ্ধার করা হয়। যার বর্তমান বাজার মূল্য ৬,৭৫,০০০/= (ছয় লক্ষ পঁচাত্তর হাজার) টাকা।

গ্রেফতারকৃত সীতা শর্মা কক্সবাজার জেলার টেকনাফ থানার পশ্চিম ডেলাপাড়া কেতিবিল গ্রামের স্বর্গীয় জয়ন্ত কুমার শীলের কন্যা। মোঃ আনোয়ার হোসেন আনু ঢাকার দোহার উপজেলার রায়পাড়া ইউনিয়নের বৌ বাজার খালপাড় এলাকার দেলোয়ার হোসেনের ছেলে, চায়না হাসান দোহার থানার পৌরসভার উত্তর ইউসুফপুর এলাকার রজব আলীর ছেলে, ফিরোজ রহমান একই উপজেলার নিকড়া গ্রামের মৃত সোহরাব বেপারীর ছেলে।

সোমবার সকালে এক প্রেস ব্রিফিং এর মাধ্যমে এসব তথ্য জানান দোহার থানার পুলিশ পরির্দশক (তদন্ত) আজহারুল ইসলাম। মাদকদ্রব্য নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

আপনার মতামত দিন