দোহারে আইনশৃঙ্খলা মাসিক সভা অনুষ্ঠিত

30

ঢাকার দোহার উপজেলায় আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৬ ডিসেম্বর) সকালে দোহার উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

দোহার উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মোবাশ্বের আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও দোহার উপজেলার আওয়ামী লীগের সভাপতি মো.আলমগীর হোসেন।

সভায় আরও উপস্থিত ছিলেন,দোহার উপজেলার সহকারী কমিশনার ভূমি এস এম মুস্তাফিজুর রহমান, দোহার উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জসিমউদদীন, দোহার পৌরসভার মেয়র আলমাছ উদ্দিন,সাবেক ঢাকা জেলা আওয়ামী লীগের সিনিয়র-সহ সভাপতি ফজলুল হক, দোহার উপজেলা মুক্তিযোদ্ধা সাংসদের সাবেক কমান্ডার রজ্জব আলী মোল্লা, উপজেলা প্রকৌশলী হানিফ মোহাম্মদ মুর্শিদী,দোহারের বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, দোহার উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক বিন্দু ও দোহার উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ আরও অনেকে।

আপনার মতামত দিন