দোহারের বন্যার্তদের মাঝে ভিজিএফের চাল বিতরন

201
দোহারের বন্যার্তদের মাঝে ভিজিএফের চাল বিতরন

ঢাকা দোহার উপজেলায় পদ্মার পানি বৃদ্ধি সাথে দোহার উপজেলার ১৪টি গ্রাম প্লাবিত হয়েছে। এতে খাবার ও বিশুদ্ধ পানির অভাব দেখা দেওয়ায় প্রাথমিকভাবে দোহার উপজেলা প্রশাসনের পক্ষ থেকে  ভিজিএফের চাল বিতরন করা হয় রোববার সকালে।

 ঢাকা-১ আসনের সংসদ সদস্য সালমান এফ রহমানের নির্দেশেনায়, দোহার উপজেলার চেয়ারম্যান মোঃ আলমগীর হোসেনের নেতৃত্বে মুকসুদপুর ইউনিয়নের পানি বন্দী গোড়াবন, ঢালারপাড় ও বেথুয়া এলাকার প্রায় তিনশত পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এফ এম ফিরোজ মাহমুদ, সহকারী কমিশনার (ভূমি) জ্যোতি বিকাশ চন্দ্র, মুকসুদপুর ইউপি চেয়ারম্যান অধ্যাপক এম এ হান্নান খান, ঢাকা জেলা দক্ষিণ  ছাত্রলীগ সভাপতি গিয়াস উদ্দিন সোহাগ, রুবেল ও বিল্লাল হোসেন সহ প্রমূখ।

আপনার মতামত দিন