তথ্য-প্রযুক্তির সাহায্যে মোবাইল উদ্ধার করলো দোহার থানা পুলিশ

343

দোহার উপজেলায় আধুনিক প্রযুক্তির সাহায্য হারিয়ে যাওয়ার এক মাস পর মোবাইল উদ্ধার করেছে দোহার থানা পুলিশ। শুক্রবার (২ জুলাই) ওই মোবাইল টি উদ্ধার করেন এস আই মোঃ রবিউল ইসলাম।

মোঃ রবিউল ইসলাম জানায়, গত ১ এক মাস আগে সুতার পাড়া গ্রামে মোঃ হালিম (৬০) শিক্ষক নামে
আমাদের দোহার থানায় একটা জিডি করেন তার মোবাইল হারানো নিয়ে। তখন থেকে আমরা তার মোবাইল উদ্ধার করার জন্য চেষ্টা চালিয়ে যাই। তারিধারাবিকতায় আজকে আমরা প্রযুক্তি মধ্যেমে তার মোবাইল ফোনটি উদ্ধার করতে সক্ষম হই। তবে এতে কোন লোক আমরা ধরতে পারি নাই। যে ব্যক্তি মোবাইলটি নিয়েছে সে মোবাইলটি অন্য স্থানে রেখে পালিয়ে যায়। পরে আমাদের ওসি স্যার মোস্তফা কামাল তার হাতে মোবাইল ফোনটি তুলে দেন।

হারিয়ে যাওয়া এক মাস পর মোবাইল হাতে পেয়ে দোহার থানা ওসি মোস্তফা কামাল ও এসআই মোঃ রবিউল ইসলামের প্রতি কৃতজ্ঞতাসহ পুলিশের সেবা পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন মোঃ হালিম।

আপনার মতামত দিন