ঢাকা জেলা জামায়াতের রুকন সম্মেলন অনুষ্ঠিত

54
oplus_2

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি অধ্যাপক মিয়া গোলাম পারওয়ার বলেছেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি আদর্শিক রাজনৈতিক সংগঠন। দেশের রাজনীতিতে জামায়াতের অবদান রয়েছে। সকল আন্দোলন সংগ্রামে জামায়াত দেশপ্রেমিক জনতার অধিকার প্রতিষ্ঠায় কাজ করেছে। আপনারা সবাই দোয়া করবেন যাতে আমরা একটি সুন্দর সমাধানের মধ্যেমে একটি সুন্দর দেশ গড়তে পারি।

তিনি আরো বলেন,আগামী নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী ৩০০ আসনে নির্বাচন করবে সেই লক্ষ্য কাজ করে যাচ্ছে। প্রয়োজনে ফ্যাসিবাদের বিরুদ্ধে জামায়াতে ইসলামী যে কোন দলের সাথে জোট বাধতে পারে।

শনিবার (২ নভেম্বর) বিকালে ঢাকার কেরানীগঞ্জের বসুন্ধরা জননী ফুড ভিলেজ রিভারভিউতে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা জেলা দক্ষিণ শাখা আয়োজিত রুকন (সদস্য) শিক্ষা শিবিরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

দিনব্যাপী শিক্ষা শিবিরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা জেলা দক্ষিণের সেক্রেটারি এ বি এম কামাল হোসেনের সঞ্চলনায় ও ঢাকা জেলা দক্ষিণের আমির মাওলানা দেলোয়ার হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন।

এ সময় উপস্থিত ছিলেন, সাইফুল আলম খান, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ ও অঞ্চল পরিচালক, বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ ড. আবদুস সালাম, এড. মশিউর আলম,মাওলানা আবদুল মান্নান, মাওলানা আবদুল জব্বারসহ ঢাকা জেলা দক্ষিণের সকল রুকনপ্রমুখ।

অন্য খবর  আলমগীর হোসেন উপজেলা চেয়ারম্যান: পীর সেন্টুর জন্য কি মেয়র হবার পথ খুলল?

সভাপতির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা জেলা দক্ষিণের আমির মাওলানা দেলোয়ার হোসেনের  বলেন,  ন্যায় ইনসাফ ভিত্তিক  সমাজ কায়েম ব্যতিত দুনিয়ায় প্রকৃত শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়। রুকনদের আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করতে হবে। নিজেকে পরিবার ও সমাজের মাঝে উত্তম মানুষ হিসাবে উপস্থাপন করতে হবে। এছাড়া সকল মানুষের কল্যাণে আপনাদেরকে কাজ করতে হবে। আল্লাহ তায়ালার সন্তুষ্টি অর্জনের মাধ্যমে জীবন মান উন্নয়নসহ প্রতিবেশী ও সমাজের শান্তিশৃঙ্খলা বজায় রাখতে কাজ করতে হবে। কল্যাণকর রাষ্ট্র গঠনে ভূমিকা পালন করতে হবে। বেশি বেশি করে সামাজিক কাজ কর্মের মাধ্যমে সুন্দর সমাজ বিনির্মাণে এগিয়ে আসতে হবে।

রুকনদের  আত্মগঠনে সচেষ্ট হয়ে  পরিবারের কাছে উত্তম আর্দশ হতে হবে। বর্তমান পরিস্থিতিতে রুকনদের  সংগঠন সম্প্রসারণ-মজবুতি অর্জন , ইউনিট বৃদ্ধি, কর্মী বৃদ্ধিসহ ঢাকা জেলা দক্ষিণের জামায়াতে ইসলামীকে গণ মানুষের সংগঠনে পরিণত করার আহবান জানান তিনি।

আপনার মতামত দিন