ঢাকা জেলায় নতুন এসপি

10
ঢাকা জেলায় নতুন এসপি

বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন তিন পুলিশ কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

মঙ্গলবার (১৯ নভেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার উপসচিব আবু সাঈদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বিসিএস (পুলিশ) ক্যাডারের তিন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি করা হয়।

এতে বলা হয়েছে, রাজশাহীর পুলিশ সুপার মো. আনিসুজ্জামানকে ঢাকা জেলার এসপি হিসেবে, গাজীপুর মহানগর পুলিশের উপপুলিশ কমিশনার মোহাম্মদ নাজির আহমেদ খাঁনকে কুমিল্লার পুলিশ সুপার কুমিল্লা এবং বিশেষ শাখার (এসবি) অতিরিক্ত পুলিশ সুপার ও সুপারনিউমারারি পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত মো. মনিরুজ্জামানকে বিশেষ শাখায় পদায়ন করা হয়েছে।

জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

আপনার মতামত দিন