ডিএনএসএমের সেলাইমেশিন ও অর্থ সহায়তা প্রদান

201
ডিএনএসএম

দোহার-নবাবগঞ্জ সোশ্যাল মুভমেন্টের উদ্যোগে দোহারের দুই জন অভাবী ও দুস্থ মানুষের মাঝে অর্থ সহায়তা ও সেলাই মেশিন বিতরন করা হয়েছে। ২৫ জানুয়ারি শুক্রবার তারিখে ডিএনএসএমের নিজস্ব ফান্ড থেকে চর জয়পাড়ার দুস্থ চেড়াই কাঠ ব্যবসায়ী মোহাম্মদ এলেমকে ১০ হাজার টাকা অর্থ সাহায্য করা হয়। এই সময় উপস্থিত ছিলেন দোহার-নবাবগঞ্জ সোশ্যাল মুভমেন্টের সভাপতি ও নিউজ৩৯.নেট-এর সম্পাদক তারেক রাজিব, সিনিয়র সহ-সভাপতি কামরুল ইসলাম, সহ-সভাপতি নিউজ৩৯ এর চিফ নিউজ এডিটর পারভেজ রবিন, সহ-সভাপতি মাহমুদুল হাসান সুমন।

রবিবার বিকালে পদ্মা কলেজের মেধাবী ছাত্র ও সদ্য পিতা হারানো শুভর হাতে তার মায়ের জন্য একটা সেলাই মেশিন তুলে দেয় ডিএনএসএম। শুভর পক্ষ থেকে সেলাই মেশিন গ্রহন করেন ডিএনএসএম কর্মী আশিকুল গাজী।

ডিএনএসএম

আপনার মতামত দিন