ট্রাক ও ইজিবাইক সংঘর্ষে ১ জন নিহত

345

ঢাকা জেলার দোহার উপজেলার নারিশা ইউনিয়নের মেঘুলায় দোহার-ঢাকা মহাসড়কে ট্রাকের ধাক্কায় ব্যাটারি চালিত ইজিবাইকের এক যাত্রী নিহত হয়েছে। শনিবার বিকাল ৫ টায় মেঘুলায় দোহার ঢাকা রোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত ইজিবাইকের যাত্রীর নাম মাহবুব খান। তিনি নবাবগঞ্জ উপজেলার বক্সনগর  ইউনিয়নের বক্সনগর গ্রামের বাসিন্দা। তার পিতা নাম রুস্তম খান।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে জানা যায়, ট্রাক ও ইজিবাইকের সংঘর্ষে গুরুতর আহত মাহাবুব খানকে দোহার উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত ডাঃ এইচ এম আসাদ তাকে মৃত ঘোষনা করেন। তিনি বলেন মাহাবুবকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়।

এ বিষয় দোহার থানা পুলিশ রবিউল ইসলাম বলেন, আমরা খবর পেয়ে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসি। কিন্তু এসে আমরা মৃত্যু ব্যক্তির লাশ বা কেউকেই পাইনি আর এ বিষয় থানায় কেউ কোন অভিযোগ করেনি। যেহেতু তাদের বাসা নবাবগঞ্জ এ সে জন্য হয়তো তারা তাড়াতাড়ি ঐ ব্যক্তির লাশ তাদের বাসায় নিয়ে যায়।

আপনার মতামত দিন