Warning: exif_imagetype(https://news39.net/wp-content/uploads/2019/11/74522014_433463717334227_8717811603946340352_n-1.jpg): Failed to open stream: HTTP request failed! HTTP/1.1 404 Not Found in /home/newsdxxn/public_html/wp-includes/functions.php on line 3332

Warning: file_get_contents(https://news39.net/wp-content/uploads/2019/11/74522014_433463717334227_8717811603946340352_n-1.jpg): Failed to open stream: HTTP request failed! HTTP/1.1 404 Not Found in /home/newsdxxn/public_html/wp-includes/functions.php on line 3352

জয়পাড়া পূর্ব-বাজার নির্বাচন সম্পন্ন

সোমবার জয়পাড়া পূর্ব বাজার নির্বাচন অনিষ্ঠিত হয়েছে। তীব্র উত্তেজনা পূর্ণ এই নির্বাচন জাঁকজমক পূর্ণ ভাবে অনুষ্ঠিত হয়েছে। সকাল থেকে শুরু হয়ে দুপুর ৪টা পর্যন্ত এই নির্বাচন অনুষ্ঠিত হয়। সভাপতি পদে নাসির উদ্দিন চৌধুরী (আলমগীর) পেয়েছেন ২৩৯ ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দী রুবেল বেপারী পেয়েছেন ১৩৩ ভোট। সাধারণ সম্পাদক পদে জুলহাস উদ্দিন পেয়েছেন ৩০৫ ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দী জামাল উদ্দিন পেয়েছেন ৬৭ ভোট। এছাড়া সহ সভাপতি পদে সুকুমার বণিক পেয়েছেন ২২৫ ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দী মো. সোলায়মান পেয়েছেন ১৪৬ ভোট। সহ সাধারণ সম্পাদক পদে মো. মানিক পেয়েছেন ২৩৫ ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দী রশিদ খান ১৩৫ ভোট। সাংগঠনিক সম্পাদক পদে মো. পারভেজ ১৬০ ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দী হাবিবুর রহমান ১৩৭ ভোট ও সেলিম হোসেন পেয়েছেন ৭২ ভোট। কোষাধ্যক্ষ পদে আব্দুল মান্নান ২২৫ ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দী মোঃ সোহেল ১৪৩ ভোট। প্রচার সম্পাদক পদে আরিফুল ইসলাম ২০৪ এবং তার নিকটতম প্রতিদ্বন্দী মোঃ ওসমান গণি ১৫৭ ভোট।

আপনার মতামত দিন
error: Content is protected !!