প্রতিবেদক শরীফ হাসানঃ ঢাকা জেলার দোহার থানার জয়পাড়া কলেজ এ ২০১৮ শিক্ষা বর্ষের ইন্টার এর নবীন ছাত্র-ছাত্রীদের ফুল দিয়ে বরন করে নেওয়া হয় নবীন বরন অনুষ্ঠানের মাধ্যমে। গতকাল রবিবার সকাল ১০টায় কোরআন তিলাওয়াত এর মাধ্যমে নবীন বরন অনুষ্ঠান শুরু করা হয় । এর পরই সকলকে পরিচয় করিয়ে দেন আওলাদ হেসেন রিয়াদ প্রতিষ্ঠাকালীন দাতা সদস্য ,শিক্ষক ও ছাত্র- ছাত্রীদের। অনুষ্ঠানের সঞ্চালনা করেন আওলাদ হোসেন রিয়াদ জয়পাড়া কলেজ ছাত্রলীগ সাধারণ সম্পাদক। অনুষ্ঠানের প্রধান অতিথি দোহার উপজেলা সহকারী কমিশনার(ভূমি) সালমা খাতুনকে ফুল দিয়ে বরন করে নেন কলেজের অধ্যক্ষ সিদ্দিকুর রহমান ও কলেজ শাখা ছাত্রলীগ । প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বর্তমানে মাদকের সাথে অনেকই জড়িয়ে পরছে আর এই মাদক যেনো ছাত্র-ছাত্রীদের মাঝে না ছড়ায় সেটা খেয়াল রখতে হবে এবং তোমরা ভালো করে লেখা পড়া করে উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে হনে এছাড়া তিনি শিক্ষার্থীদের মাঝে তার মূল্যবান বক্তব্য রাখেন। এ সময় আরো উপস্থিত ছিলেন সুরুজ আলম সুরুজ, জয়নাল আবেদিন, রহমান আকন্দ, রাজিব শরিফ , মোশারফ হোসেন শান্ত, শিক্ষক ,কর্মচারি ও ছাএ ছার্এীবৃন্দু।
প্রথম পাতা দোহার
আজকের আবহাওয়া
Dohār
haze
30
°
C
30
°
30
°
62 %
4.1kmh
84 %
সোম
30
°
মঙ্গল
40
°
বুধ
42
°
বৃহস্পতি
40
°
শুক্র
38
°