ছাত্রলীগের ঢাকা-১ এর নির্বাচন পরিচালনা কমিটি গঠিত

2161
ঢাকা-১

বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটি সারা দেশেই আসন ভিত্তিক নির্বাচন পরিচালনা ও সমন্বয় কমিটি করছে। তারই ধারাবাহিকতায় ঢাকা-১ সংসদীয় আসনের জন্য গঠন করা হয়েছে নির্বাচন পরিচালনা ও সমন্বয় কমিটি। বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও সাধারন সম্পাদক গোলাম রাব্বানী স্বাক্ষরিত এই কমিটিতে স্থান পেয়েছেন ছাত্রলীগের ৯ নেতা। ১৭ ডিসেম্বর ২০১৮ তারিখে এই কমিটি ঘোষনা করা হয়। ঢাকা বিভাগীয় দায়িত্বে থাকা ছাত্রলীগ নেতা তানজিল ভুইয়া তানভির ও মুহাম্মদ আরেফিন সিদ্দিক সুজনের অধিনে ঢাকা-১ এ দায়িত্ব পালন করবেন ছাত্রলীগ নেতা শরীফ হাসান, জহিরুল আলম স্বপ্নীল, ইব্রাহিক হোসেন, আরিফুর রহমান, সৌরভ সরকার সবুজ, আরজ আলী, হৃদয় গাজী, স্বপ্নীল, আতিক বাবু।

এই ঢাকা-১ সংসদীয় আসনের ছাত্রলীগের নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়কের দায়িত্ব পালন করবেন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির আরমান হোসেন অপু।

আপনার মতামত দিন