চার জেলার নিম্নাঞ্চল প্লাবিত

40
চার জেলার নিম্নাঞ্চল প্লাবিত

বিপৎসীমার ওপর দিয়ে চারটি নদী তিস্তা, দুধকুমার, ধরলা ও সোমেশ্বরীর পানি প্রবাহিত হচ্ছে। এতে নেত্রকোনা, কুড়িগ্রাম, নীলফামারী ও লালমনিরহাটের নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। শনিবার এক পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।

পাউবোর বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের সহকারী প্রকৌশলী পার্থ প্রতীম বড়ুয়া গণমাধ্যমকে জানিয়েছেন, বর্তমানে তিস্তার পানি ডালিয়া পয়েন্টে বিপৎসীমার ১২ সেন্টিমিটার ওপর দিয়ে, দুধকুমারের পানি পাটেশ্বরীতে বিপৎসীমার ৪১ সেন্টিমিটার ওপর দিয়ে, ধরলার পানি কুড়িগ্রামে বিপৎসীমার ২১ সেন্টিমিটার ওপর দিয়ে ও সোমেশ্বরীর পানি কমলাকান্দায় বিপৎসীমার ৮ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

আবহাওয়া সংস্থাসমূহের তথ্যানুযায়ী, দেশের উত্তরাঞ্চল ও তৎসংলগ্ন ভারী বৃষ্টিপাতের প্রবণতা কমে এসেছে। এতে আগামীকাল রবিবার (১৬ জুলাই) নাগাদ তিস্তা, ধরলা ও দুধকুমার নদীসমূহে পানির সমতল হ্রাস পেতে পারে। এ সময় নীলফামারী, লালমনিরহাট জেলার নিম্নাঞ্চলের বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে এবং কুড়িগ্রাম জেলার নিম্নাঞ্চলের বন্যা পরিস্থিতি স্থিতিশীল থাকতে পারে।

 

আপনার মতামত দিন