১৮ ডিসেম্বর গ্যাডের নির্বাচন

615
সংবাদ

গ্র্যাজুয়েট এ্যাসোসিয়েশন অব দোহার(গ্যাড) এর কার্যকরী পরিষদের নির্বাচন আগামী ১৮ ডিসেম্বর ২০১৮ তারিখে ঢাকার বিজয় নগরে আকরাম টাওয়ারে অনুষ্ঠিত হবে। সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এই ভোট গ্রহন চলবে।

গ্র্যাজুয়েট অ্যাসোসিয়েশন অব দোহারের এই নির্বাচনের মাধ্যমে নতুন কমিটি নির্বাচিত করবেন গ্যাডের সদস্যরা। এই কার্যকরী পরিষদের কমিটি নির্বাচনে নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করবেন নির্বাচন কমিটির সভাপতি ড. মোঃ খায়েরুজ্জামান মজুমদার, নির্বাচন কমিটির সদস্য অধ্যাপক পরেশ চন্দ্র মন্ডল ও নিজামুল হক তরুন।

বিজয়নগরে আকরাম টাওয়ারের ৬ তলায় বাংলাদেশ কার্গো ভেসেল ওনার্স এ্যাসোসিয়েশনের অফিসে সকাল ১০ থেকে দুপুর ১২টা পর্যন্ত ভোট গ্রহন চলবে।  এবং দুপুর ১টায় নির্বাচনের ফলাফল ঘোষনা করা হবে। নির্বাচনে সকল ভোটারের অংশ গ্রহন কামনা করেছে গ্র্যাজুয়েট এ্যাসোসিয়েশন অব দোহার(গ্যাড)।

আপনার মতামত দিন