Warning: exif_imagetype(https://news39.net/wp-content/uploads/2019/11/75576454_3061317500562677_1086708472000544768_n.jpg): Failed to open stream: HTTP request failed! HTTP/1.1 403 Forbidden in /home/newsdxxn/public_html/wp-includes/functions.php on line 3332

Warning: file_get_contents(https://news39.net/wp-content/uploads/2019/11/75576454_3061317500562677_1086708472000544768_n.jpg): Failed to open stream: HTTP request failed! HTTP/1.1 403 Forbidden in /home/newsdxxn/public_html/wp-includes/functions.php on line 3352

গভীর শ্রদ্ধা আর ভালোবাসায় সমাহিত হলেন বাদল চেয়ারম্যান

দোহার উপজেলার নারিশা ইউনিয়ন পরিষদের জনপ্রিয় সাবেক চেয়ারম্যান ও দোহার উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি সামছুল আলম বাদল বেপারীর জানাযা অনুষ্ঠিত হয়েছে।

মরহুম মাহমুদ শামছুল আলম বাদল বেপারী নারিশা ইউনিয়নের মরহুম আলী বেপারীর দ্বিতীয় ছেলে।

জানায়ায় উপজেলার বিভিন্ন শেনী-পেশার হাজারো মানুষ সমবেত হন।

জানাযার নামাজে সাবেক তত্তাবধায়ক সরকারের উপদেষ্ঠা ও পদ্মা কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি (অব:)মেজর জেনারেল এ আর খান, ঢাকা জেলা পরিষদের চেয়ারম্যান ও ঢাকা জেলা আওয়ামীলীগের সাধারন-সম্পাদক মাহাবুবুর রহমান, উপজেলা আওয়ামীলীগ,মুক্তিযোদ্ধা কমান্ড,ঢাকা জেলা যুবলীগ,বিএনপির জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবিন্দ ও বিভিন্ন ইউনিয়নের ইউপি চেয়ারম্যানবৃন্দরা উপস্থিত ছিলেন।

জানাযা শেষে নারিশায় মরহুম সামছুল আলম বাদল বেপারীকে তার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

উল্লেখ্য গতকাল মঙ্গলবার সন্ধ্যায় ঢাকার টিকাটুলির বাড়ীতে হঠাৎ বুকে ব্যাথা হলে পরিবারের সদস্যরা তাকে কাকরাইল ইসলামী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬২ বছর।

মৃত্যুকালে তিনি স্ত্রীসহ এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

আপনার মতামত দিন
error: Content is protected !!