এসএসসি ১৯শে মে, এইচএসসি ১৮ই জুলাই, কমছে নম্বর ও সময়, থাকছে না আইসিটি

188

স্টাফ রিপোর্টার; থাকায় চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষা আগামী ১৯শে মে এবং এইচএসসি ও সমমান পরীক্ষা ১৮ই জুলাই আয়োজনের নীতিগত সিদ্ধান্ত নেয়া হয়েছে। কমানো হবে পরীক্ষার সময় ও নম্বর।পরীক্ষা তিন ঘণ্টার পরিবর্তে নেয়া হবে দেড় ঘণ্টায়। পরীক্ষায় পূর্ণমান ১০০ নম্বরের পরিবর্তে নির্ধারিত থাকছে ৫০ নম্বর। তবে এবার সব বিষয়ে সংক্ষিপ্ত সিলেবাসের ওপর পরীক্ষা নেয়া হবে। ইসলাম ও নৈতিক শিক্ষা এবং আইসিটি বিষয় বাদ দিয়ে অন্যান্য বিষয়ের পরীক্ষা হতে পারে। এবার টেস্ট পরীক্ষা নেয়া হবে। শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির সভাপতিত্বে শিক্ষা বোর্ডগুলোর এক ভার্চুয়াল সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

আপনার মতামত দিন