এবার দোহারে ড্রেজারের পাইপের চাপায় প্রান গেল শিশুর

518

ঢাকার দোহার উপজেলার মাহমুদপুর ইউনিয়নের নারায়নপুর গ্রামে অবৈধ ড্রেজারের পাইপের চাপায় প্রান গেল মোহাম্মদ সাফোয়ান নামের এক শিশুর। শুক্রবার বিকালে এ ঘটনা ঘটে। সে নারায়নপুর এলাকার সেকেন্দার মৃধার ছেলে।

স্থানীয়রা জানায়, সাফোয়ান শুক্রবার বিকেল সাড়ে পাঁচটার দিকে নিজের ফুফাত বোনের সাথে নদীর পাড়ের দিকে খেলার সময় ড্রেজারের ভেঙে পড়ে সাফোয়ানের উপর। পরে পাইপের নিচে থেকে সাফোয়ানকে উদ্ধার করে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করে।

এ ঘটনার পর ক্ষুব্ধ হয়ে উঠে স্থানীয়রা। এলাকাবাসী অবৈধভাবে মাহমুদপুর পুলিশ ফাড়ি সংলগ্ন ড্রেজারের পাইপ দিয়ে বালুর উত্তোলন বন্ধের জন্য প্রশাসনকে অনুরোধ করে। এছাড়া ড্রেজারের মালিক মো. শহিদ ও হোসেন ফকিরকে আইনের আওতায় আনার জোর দাবি জানায়। এ ঘটনার পর পর ড্রেজারের মালিক মো. শহিদ ও হোসেন ফকির পলাতক রয়েছে।

মাহমুদপুর ইউপি চেয়ারম্যান তোফাজ্জল হোসেন বলেন, এই ঘটনা অত্যন্ত দুঃখজনক। আমরা এই অবৈধ ড্রেজারের অপসারণ চাই।

দোহার থানার উপপরিদর্শক অপূর্ব জানান, এ ঘটনায় ভোক্তাভোগী পরিবার এখনও থানায় কোন অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার মতামত দিন