আজ সোমবার সকাল ১০টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভা বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকের মূল বিষয়বস্তু হল ঈদুল আজহার ছুটি এক দিন বাড়িয়ে চার দিন করা হচ্ছে কিনা। এতে সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মন্ত্রিসভা প্রস্তাবে সম্মত হলে আগামী ২৭ জুন থেকে ঈদের ছুটি শুরু হবে। সেক্ষেত্রে ঈদে টানা পাঁচদিনের ছুটি পাবেন সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা।
কুরবানি ঈদ উপলক্ষ্যে আইনশৃঙ্খলা যাতে বিশৃঙ্খলা না হয় সে জন্য এই সুপারিশ করা হয়। জীবনের ঝুঁকি নিয়ে বাড়ি যান অনেকেই, বহু লোক মারা যায় সড়ক দুর্ঘটনায়। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল প্রস্তাবটি যৌক্তিক বলে মনে করেন এবং সিদ্ধান্তটি কেবিনেটে উত্থাপিত হবে বলে আশ্বাস দেন তিনি।
আজ সোমবার (১৯জুন) চাঁদ দেখা গেলে মঙ্গলবার (২০ জুন) থেকে জিলহজ মাস গণনা শুরু হবে। এক্ষেত্রে বাংলাদেশে আগামী ২৯ জুন (১০ জিলহজ) ঈদুল আজহা উদযাপিত হবে। এ ক্ষেত্রে স্বাভাবিকভাবে ২৮, ২৯ ও ৩০ জুন সরকারি ছুটি থাকবে। তবে যদি একদিন ছুটি বাড়ানো হয় তাহলে ছুটি শুরু হবে ২৭ জুন (মঙ্গলবার) থেকে। এরপর ১ জুলাইও (শনিবার) সাপ্তাহিক ছুটি। এক্ষেত্রে ২৭ জুন থেকে ১ জুলাই পর্যন্ত ৫ দিনের ছুটি ভোগ করবেন সরকারি চাকুরেরা।
তবে চাঁদ দেখা না গেলে মঙ্গলবার জিলকদ মাসের ৩০ দিন পূর্ণ হবে। সেক্ষেত্রে আগামী বুধবার (২১ জুন) থেকে জিলহজ মাস গণনা শুরু হবে, দেশে ঈদ পালিত হবে ৩০ জুন।