আচরন বিধি লঙ্ঘনের দায়ে দোহারের নারিশা ও মুকসুদপুর ইউনিয়নে দুই চেয়ারম্যান প্রার্থীকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। নারিশা ইউপিতে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী মো. আলমগীর হোসেন ও মুকসুদপুর ইউপিতে স্বতন্ত্র প্রার্থী সামশুদ্দিন ডায়মন্ড শিকদারকে ৫ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (১৮ জানুয়ারি) রাত নয়টার দিকে দুই প্রার্থীকে এ জরিমানা করা হয়।
উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. রেজাউল ইসলাম জানান, নারিশা ইউপিতে নৌকার প্রার্থী আলমগীর হোসেন নৌকার রঙ্গিন বিলবোর্ড স্থাপন করেছেন। এটিও আচরণবিধি লঙ্ঘনের মধ্যে পড়ে। এ ঘটনায় রাত নয়টায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে আলমগীর হোসেনকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয় এবং মুকসুদপুর ইউপিতে স্বতন্ত্র প্রার্থী সামছুদ্দিন ডায়মন্ড শিকদার রঙ্গিন বিলবোর্ড স্থাপন করেছেন। এটিও আচরণবিধি লঙ্ঘনের মধ্যে পড়ে। এতে তাঁকেও পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।
