আগামী অর্থ বছরে সুযোগ থাকলে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ  মাদ্রাসা ভবনের পূর্ননির্মানের ঘোষনা মাহবুবুর রহমানের

273
জয়পাড়া মাহমুদিয়া মাদ্রাসার হেফজখানায় অগ্নিকাণ্ড

৪ নভেম্বর বুধবার বিকালে অগ্নিকান্ডে ঢাকা জেলার দোহার উপজেলার জয়পাড়াতে অবস্থিত জয়পাড়া মাহমুদিয়া আলীম মাদ্রাসার হেফজ বিভাগ। আজ শনিবার সকালে পুড়ে যাওয়া এই হেফজ বিভাগ পরিদর্শন করেন ঢাকা জেলা পরিষদের চেয়ারম্যান ও ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মাহবুবুর রহমান। এসময় তিনি সেখানে একটি ভবন আগামী অর্থবছরে সুযোগ থাকলে নির্মান করার প্রত্যয় ব্যক্ত করেন।

বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সুত্রপাত হওয়া এই অগ্নিকান্ডে হেফজখানায় থাকা মাদ্রাসায় শিক্ষক ও ছাত্রদের বই, খাতা, জামা কাপড়,কোরআন শরীফ সহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র পুড়ে যায়। এবং অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় ৭ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়ে।

এসময় উপস্থিত ছিলেন দোহার থানার অফিসার ইনচার্জ মোস্তফা কামাল, মাদরাসার সভাপতি ডা. আব্দুল জামাল উদ্দিন আহমেদ, দাতা সদস্য পৌর মেয়র আব্দুর রহিম মিয়া, প্রতিষ্ঠানের সদস্য ইলিয়াস মোল্লা, সাজ্জাদ হোসেন সুরুজ, মুক্তার হোসেন, জাহাঙ্গীর আলম, শেখ সাহাবুদ্দিন ও মাদরাসার প্রিন্সিপাল আনম, আব্দুর রহমান সহ আরো অনেকে।

আপনার মতামত দিন