আগলায় নৌকায় সিল মারা ব্যালট উদ্ধার

845
আগলায় নৌকায় সিল মারা ব্যালট উদ্ধার

মঙ্গলবার নবাবগঞ্জ উপজেলার আগলা ইউনিয়নের অস্থায়ী কেন্দ্র মোহনপুর নবনূর জামে মসজিদের পাশ থেকে নৌকায় সিল মারা ব্যালট উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে। নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সায়েদুর রহমান নিউজ৩৯ কে ব্যালট উদ্ধারের কথা স্বীকার করেছেন। ।

মঙ্গলবার আগলা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের পরাজিত চেয়ারম্যান প্রার্থী সুরুজ খান পুলিশকে জানায় আগলা ইউনিয়নের অস্থায়ী কেন্দ্র মোহনপুর নবনূর জামে মসজিদের পাশে নৌকা প্রতীকে সিল মারা অনেক ব্যালট পড়ে রয়েছে।

সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নৌকা প্রর্তীকে সিল মারা ৭টি ব্যালট উদ্ধার করেছে। উদ্ধার হওয়া ব্যালট পুলিশ হেফাজতে রয়েছে ও উপজেলা নির্বাচন কর্মকর্তাকে বিষয়টি জানানো হয়েছে। তবে কোন সংস্থা যদি আমাদের কাছে আইনী সহায়তা চায় আমরা দিবো বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

আগলা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের পরাজিত চেয়ারম্যান প্রার্থী সুরুজ খান অভিযোগ করে  বলেন, বিএনপির প্রার্থী আবেদ হোসেন ও তার নেতা-কর্মী আমাকে পরাজিত করতে প্রিজাইডিং অফিসারের যোগসাজসে ঐ কেন্দ্রে নৌকার সিলযুক্ত ব্যালট চুরি করে বাহিরে ফেলে দেয় এবং পরিকল্পিত ভাবে আমাকে ফেল করানো হয়েছে। নির্বাচনের দিন ফলাফল ঘোষনা করায় দেরি হওযায় আমার সন্দেহ হয়। এব্যাপারে আমি উপজেলা নির্বাচন অফিসারের কাছে মৌখিকভাবে অভিযোগ করি কিন্তু নির্বাচন কমিশনার আমার অভিযোগকে কর্ণপাত না করে বেসরকারিভাবে বিএনপির মনোনীত প্রার্থী আবেদ হোসেনকে নির্বাচিত ঘোষণা করেন।

অন্য খবর  নবাবগঞ্জ পাইলট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষের পদত্যাগ

তিনি বলেন, আমি প্রধান নির্বাচন কমিশনের কাছে এ কেন্দ্রে পূন: নির্বাচন দাবি করছি । এ কেন্দ্রে পূন:রায় সুষ্ঠু ভোট হলে আমি বিপুল ভোটে নির্বাচিত হবো।

মঙ্গলবার বিকালে উপজেলা নির্বাচন কমিশনার হাবিবুর রহমান বলেন, বিষয়টি আমি শুনেছি কিন্তু এখনো এ বিষয়ে কেউ আমার কাছে কোন লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনী ব্যবস্থা নেওয়া হবে।

এ সংবাদ চারদিকে ছড়িয়ে পড়লে আওয়ামীলীগ প্রার্থীর সমর্থকরা আগলা ইউনিয়ন পরিষদের সামনে ঢাকা বান্দুরা আঞ্চলিক সড়ক প্রায় ২ ঘন্টা অবরোধ করে রাখলে যান চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি স্বাভাবিক করে।

আপনার মতামত দিন