আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক মাশরাফি

38

বাংলাদেশ আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক নির্বাচিত হয়েছেন সাবেক ক্রিকেটার মাশরাফি বিন মর্তুজা।

সোমবার (২৬ ডিসেম্বর) রাতে গণভবনে আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর বৈঠক শেষে গণমাধ্যমকে এ কথা জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

এর আগে একই দিন সন্ধ্যা ৭টার পর প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে ওই সভা শুরু হয়। এতে সভাপতিমণ্ডলীর সদস্যরা দলের কার্যনির্বাহী সদস্যদের মনোনয়ন জমা দেন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ছাড়াও সভায় অন্যদের মধ্যে ক্ষমতাসীন দলটির নতুন কেন্দ্রীয় কমিটির ১৫ জন সভাপতিমণ্ডলীর সদস্য উপস্থিত ছিলেন। এছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভায় সভাপতিত্ব করেন।

আপনার মতামত দিন