খেলায় মাধ্যমে দেশকে বিশ্বে তুলে ধরতে হবে: নুরুল ইসলাম বাবুল

1602
নুরুল ইসলাম বাবুল

খেলাধুলা মাধ্যমে দেশকে বিশ্বের দরবারে তুলে ধরতে হবে, সুনাম অর্জন করতে হবে। তাহলে অর্থনৈতিক উন্নয়নও সম্ভব। শনিবার বিকালে নবাবগঞ্জের বান্দুরা নবীন সেতু সংঘ মাঠে আয়োজিত গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দেশের বিশিষ্ট শিল্পপতি যমুনা গ্রুপের চেয়ারম্যান নুরুল ইসলাম বাবুল এ কথা বলেন।

এসময় দেশ বরেণ্য ব্যবসায়ী নুরুল ইসলাম বাবুল বলেন, সমাজের উন্নয়ন ঘটাতে ছেলেমেয়েদের সুশিক্ষা গ্রহণের পাশাপাশি খেলাধুলার চর্চা করতে হবে। যাতে দেহ ও মন প্রফুল্ল থাকে।

যমুনা গ্রুপের চেয়ারম্যান আরো বলেন, শুধু রাজনৈতিক অভিলাষ নয়, দোহার নবাবগঞ্জের জনগণের কল্যাণে কিছু করতে পারলে আত্মতৃপ্তি পাব। সবার সহযোগিতা ও পরামর্শ আমাদের এগিয়ে চলার পথে প্রেরণা জোগাবে।

দুপুরে যমুনা গ্রুপের চেয়ারম্যান নুরুল ইসলাম নবাবগঞ্জের টিকরপুর পৌঁছলে জাতীয় পার্টির নেতাকর্মীরা তাকে মোটরসাইকেল নিয়ে শোভাযাত্রার মাধ্যমে অভ্যর্থনা জানান। খেলার মাঠে শত শত দর্শক ও আয়োজক কমিটি প্রধান অতিথিকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করেন। ফাইনাল খেলায় কামারখোলা উজ্বালা সংঘ ও নাবিল একাদশ সাভার অংশগ্রহণ করে। দ্বিতীয়ার্ধে ১-০ গোলে নাবিল একাদশ সাভারকে পরাজিত করে চ্যাম্পিয়ন ট্রফি জিতে নেয় কামারখোলা উজ্বালা সংঘ।

অন্য খবর  নবাবগঞ্জে সড়কে গাছ পুড়িয়ে ছাত্রদলের বিক্ষোভ

নবীন সেতু সংঘের সভাপতি দেওয়ান আমজাদ হোসেনের সভাপতিত্বে খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন এশিয়ান গ্রুপের চেয়ারম্যান আলহাজ হারুন উর রশিদ, রয়েল গ্রুপের চেয়ারম্যান আলহাজ মো. সোহরাব উদ্দিন, নাট্যব্যক্তিত্ব ইদ্রিস হায়দার, নবাবগঞ্জ উপজেলা মহিলা ভাইস চেমারম্যান মরিয়ম জালাল, এন মল্লিক গ্রুপের চেয়ারম্যান নার্গিস মল্লিক, ফারিস রেস্টুরেন্টের চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ, সাবেক ভাইস চেয়ারম্যান ইয়াসমিন আক্তার।

খেলা শেষে প্রধান অতিথি যমুনা গ্রুপের চেয়ারম্যান নুরুল ইসলাম ও অন্য অতিথিরা প্রতিদ্বন্দ্বী দুই দলের হাতে চ্যাম্পিয়ন ও রানারআপ ট্রফি তুলে দেন।

আপনার মতামত দিন