নবাবগঞ্জে খন্দকার আলী আব্বাসের মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা

152

নিউজ৩৯♦ বিপ্লব ও বিপ্লবীর মৃত্যু নেই। এমনই আদর্শ ধারণ করেছেন খন্দকার আলী আব্বাস। তিনি ছিলেন সমাজ বিপ্লবের হাতিয়ার। সোমবার নবাবগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে খন্দকার আলী আব্বাসের ৪র্থ মৃত্যুবার্ষিকীর স্মরণসভায় বক্তারা এ কথা বলেন। ঢাকা জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি আবদুল বারেক এতে সভাপতিত্ব করেন। নবাবগঞ্জ উপজেলা ওয়ার্কার্স পার্টি এর আয়োজন করে।

স্মরন সভায় বক্তব্য রাখেন পার্টির পলিটব্যুরো সদস্য নুরুল হাসান, খন্দকার আলী আব্বাসের সহধর্মিণী বেবি আব্বাস, নবাবগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান মহসিন রহমান আকবর, মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন দিলু, কালিপদ মাস্টার, ওয়ার্কার্স পার্টির ঢাকা জেলা সাধারণ সম্পাদক আজহারুল হক, ওয়ার্কার্স পার্টি নেতা আবদুল জলিল, সাইদুর রহমান, আসলাম খান, নাসির উদ্দিন পল্লব, ইউপি চেয়ারম্যান এরশাদ আল মামুন, পলাশ চৌধূরী, মহসীন হাসান লিটু, সংগঠক জালাল উদ্দিন প্রমুখ।

এর আগে দুপুর ১২টায় খন্দকার আলী আব্বাসের প্রতিকৃতিতে ফুল দেয় নবাবগঞ্জ প্রেস ক্লাব, ওয়ার্কার্স পার্টি, বিপ্লবী ওয়ার্কার্স পার্টিসহ বিভিন্ন সংগঠন। তিনি সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক, ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরোর সদস্য ও মৃত্যুর আগ পর্যন্ত বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সভাপতির দায়িত্ব পালন করেন।

আপনার মতামত দিন