নবাবগঞ্জের প্রবাসী সহিদ হত্যা মামলার প্রধান আসামী গ্রেফতার

212

নিউজ৩৯♦ ঢাকার নবাবগঞ্জের আলোচিত প্রবাসী সহিদ হত্যা মামলার প্রধান আসামী ডাকাত মো: আয়নালকে গ্রেফতার করেছে ডিবি। রবিববার রাতে তাকে নবাবগঞ্জ সদর থেকে গ্রেফতার করা হয়। ডাকাত  আয়নাল উপজেলার কৈলাইল ইউনিয়নের মৃত শেখ মুন্নার পুত্র।

জানা যায়,  কৈলাইল ইউনিয়নের  রায়পুরে গত বছর প্রবাসী সহিদ ডাকাতদের হামলা নিহত হন। চাঞ্চল্যকর ঐ হত্যাকান্ডটি  তখন উপজেলা আলোরন সৃষ্টি করে। সহিদ হত্যার বিচারের দাবিতে মানব বন্ধন করেন এলাকাবাসী ও নবাবগঞ্জের বিভিন্ন সংগঠন । সেই সময় খুন ও ডাকাতি ঘটনায় ৩৯৬ ধারায় নবাবগঞ্জ থানায় একটি মামলা করা হয়। মামলা নং- ১১-১০/১৪।

মামলার রহস্য উৎঘাটনের দায়িত্ব পায় ডিবি। দায়িত্ব পাওয়ার পর রহস্য উৎঘাটন এবং আসামী চিহ্নিত করে ডিবি পুলিশ। সেই ধারাবাহিকতায় শনিবার রাত ১০টার দিকে ঢাকা জেলা ডিবি’র পরিদর্শক বিষ্ণু ব্রত মল্লিক এর নেতৃত্বে ডিবি’র একটি টিম নবাবগঞ্জের সদরের চৌরঙ্গি থেকে ডাকাত আয়নালকে আটক করেন।

ডিবি’র পরিদর্শক বিষ্ণু ব্রত মল্লিক জানান, আয়নাল আন্ত:ডাকাত দলের সদস্য। নিহত প্রবাসী সহিদের বাড়ী ডাকাতি এবং তাকে হত্যার সাথে আয়নাল সরাসরি জড়িত বলে আমরা নিশ্চিত হয়েছি। উক্ত মামলা তাকে গ্রেফতার করা হয়েছে।

আপনার মতামত দিন