বিএনপি জিয়া নামে ভাঙ্গছে বিএনপি: অভিযোগে শীর্ষস্থানীয়রা

218

নিউজ৩৯; বিশেষ প্রতিবেদক:: জিয়া বিএনপি’ নামে নতুন একটি রাজনৈতিক দল নিয়ে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে নানা রকম আলোচনা। রাজনৈতিক বিশ্লেষকরাও মনে করছেন, বিভিন্ন মামলায় অভিযুক্তরা এই দল গঠন করতে পারেন। তাদের মতে, যারা দল গঠন করবেন, তারা লাভবান হবেন কি না তা নিয়ে সন্দেহ থাকলেও বিএনপি অবশ্যই ক্ষতিগ্রস্ত হবে।নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবির পর মধ্যবর্তী নির্বাচনের দাবিতে কয়েক দফা আন্দোলন করেছে বিএনপিসহ ২০ দলীয় জোট। টানা তিন মাস রক্তাক্ত হরতাল-অবরোধ করেও আন্দোলনে সাফল্য আসেনি। বরং দলের কয়েকজন সিনিয়র নেতা কারাগারে, বেগম খালেদা জিয়া ছাড়াও অনেক নেতার বিরুদ্ধেই হয়েছে একাধিক মামলা।আর এতে সম্পৃক্ত বলে শোনা যাচ্ছে রোযায় প্রধানমন্ত্রীর আমন্ত্রণে দাওয়াত প্রাপ্ত সাবেক যোগাযোগ মন্ত্রী ব্যাঃ নাজমুল হুদাসহ একসাথে ৪২ মামলায় জামিন পাওয়া আমানুল্লাহ আমান, সাবেক পানি সম্পদ মন্ত্রী মেজর (অবঃ) হাফিজ উদ্দীন আহমেদের নেতৃত্বে আরো অনেকের নাম। এক্ষেত্রে মামলা ও প্রশাসনিক ভয় দেখিয়ে খুব শীঘ্রয় এই দলট গঠন করা হবে সুবিধাজনক সময়ে। সাদেক হোসেন খোকা, মীর্জা ফখরুল ইসলাম আলমগীর, মওদুদ আহমেদ এবং জেনারেল মাহবুবুর রহমান সহ আরো অনেককে এই দলে সম্পৃক্ত করণে তীব্র প্রচেষ্টা অব্যহত রয়েছে। এতে আগের সংস্কারপন্থী মেজর (অবঃ) জেড এইচ খান ও সাবেক হুইপ আশরাফসহ অনেক সাবেক আমলা, মন্ত্রী ও এমপি’র নাম শোনা যাচ্ছে। তবে এই ব্যাপারে সবাই চুপ। এছাড়া তৃণমূল নেতাদের সঙ্গে সিনিয়র নেতাদের কয়েকটি কথোপকথন ফাঁস হলে সেখানেও শোনা যায় নেতাদের হতাশার কথা। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, ভাঙন দেখা দিতে পারে বিএনপিতে।

অন্য খবর  দোহারে যুবলীগের শোভাযাত্রা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান নুরুল আমিন ব্যাপারি নতুন বিএনপির সম্ভাব্যতা প্রসঙ্গে বলেন, এখন যেটা শোনা যাচ্ছে বিএনপিবে ভেঙ্গে নতুন বিএনপি তৈরী হবে। তারা আওয়ামী লীগ ও অন্যান্য দলের সাথে এসে নির্বাচনেও অংশগ্রহণ করবে। যেমনটি ভারতে মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেস গঠন করে ক্ষমতাও এসেছে। এরাও জিয়ার আদর্শকে সামনে রেখে জিয়ার আদর্শ দল গঠন করতে পারে। আমার মনে হয় দলের নাম হবে জিয়ার আদর্শ দল।নতুন দলের ভবিষ্যত নিয়ে সন্দিহান রাষ্ট্রবিজ্ঞানীরা। তারা মনে করছেন, নতুন দল সফল না হলেও বিএনপির জন্য অবশ্যই তা দুঃশ্চিন্তার কারণ হবে।

নুরুল আমিন ব্যাপারি আরও বলেন, আওয়ামী লীগ বলতে শেখ হাসিনা ওয়াজেদ আর বিএনপি বলতে খালেদা জিয়া। আওয়ামী লীগ বহুবার ভাঙার চেষ্টা করা হয়েছে। কিন্তু সফল হয়নি। আবার বিএনপি থেকেও অনেকে বেরিয়ে গেছে কিন্তু কেউই আলাদা বিএনপি করতে পারেনি। বিএনপি আসলে জিয়া পরিবার কেন্দ্রিক।ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক শান্তনু মজুমদার মনে করেন, দল থেকে বেরিয়ে গিয়ে আরেকটি প্যাকেট দল করে কতটা সফল হতে পারবে নতুন দলটি সে ব্যাপারে আমার সন্দেহ আছে তবে এমন ঘটনা যদি ঘটে আর গুরুত্বপূর্ণ কিছু লোক বেরিয়ে যায় তাহলে বিএনপি ক্ষতিগ্রস্থ হবে। কিন্তু বেরিয়ে গিয়ে যারা দল গঠন করবে তারা কতটা সফল হতে পারবে সেটাই প্রশ্ন।রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, বিএনপি এখন ‘বর্ডার লাইনে’ আছে। কিছুদিনের মধ্যেই দলের নীতিনির্ধারকরা হয়তো বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবেন।

আপনার মতামত দিন