দোহার-নবাবগঞ্জে ভোটার তালিকা হালনাগাদ করণ: শুরু ২৫শে জুলাই

529

নিউজ৩৯;বিশেষ প্রতিবেদক :: একটি গণতান্ত্রিক দেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পূর্ব শর্ত হলো ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ করা। এ লক্ষ্যে বাংলাদেশ নির্বাচন কমিশন ভোটার তালিকা হালনাগাদ করা শুরু করা হয়েছে। দোহার-নবাবগঞ্জে আগামী ২৫শে জুলাই থেকে ২টি স্তরে ( ৩ ধাপে ) পর্যায়ক্রমে প্রক্রিয়াটি ডিসেম্বরে শেষ হবে। দোহার-নবাবগঞ্জের ক্ষেত্রে প্রথম স্তরে ২৫শে জুলাই শুরু হয়ে ৯ই অগাস্ট শেষ হবে। আর দ্বিতীয় স্তরে ২২শে অক্টোবর শুরু হয়ে ২রা ডিসেম্বর শেষ হবে।

প্রথম স্তরে বাড়ী বাড়ী গিয়ে তথ্য সংগ্রহ করা, সুপারভাইস করা হবে এবং ১১ই অগাস্ট থেকে ১লা সেপ্টেম্বর থেকে নিবন্ধন কেন্দ্রে গিয়ে নিবন্ধন করতে হবে। এ সময় ২০০০ সালের ১লা জানুয়ারি বা তার পূর্বে জন্মগ্রহণকারী নাগরিকদের তথ্য সংগ্রহ ও নিবন্ধন করা হবে। আর দ্বিতীয় স্তরে ১৯৯৮ সালের ১লা জানুয়ারি বা তার পূর্বে জন্মগ্রহণকারী নাগরিকদের তথ্য সংগ্রহ ও নিবন্ধন করা হবে।   

আপনার মতামত দিন