দোহার ও নবাবগঞ্জে ৩ মাদক কারবারী আটক

213

নিউজ৩৯♦ঢাকার নবাবগঞ্জ উপজেলায় ৪২ বোতল ফেন্সিডিলসহ মো. জিয়া (২৫) নামে এক যুবককে আটক করেছে র‌্যাব-১১ এর একটি দল। গতকাল শুক্রবার রাতে উপজেলার গোবিন্দপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটককৃত জিয়া গোবিন্দপুর গ্রামের মঞ্জুর আলমের ছেলে।

র‌্যাব-১১ সূত্রে জানা যায়, জিয়ার বাড়িতে ফেন্সিডিলসহ বিভিন্ন মাদক মজুদ রয়েছে শুক্রবার রাতে গোপন সংবাদ পায় র‌্যাব। পরে র‌্যাব-১১ এর সিনিয়র এএসপি মো. মাসুদ আনোয়ারের নেতৃত্বে র‌্যাব শুক্রবার রাতে জিয়ার বাড়িতে অভিযান চালিয়ে ৪২ বোতল ফেন্সিডিল এবং ১ ক্যান বিয়ারসহ তাকে আটক করা হয়।

র‌্যাব আরো জানায়, শুক্রবার রাতেই তাকে নবাবগঞ্জ থানায় সোর্পদ করা হয়েছে। এ বিষয়ে মামলা হয়েছে।

অপরদিকে, দোহার উপজেলার নূরপুর গ্রামে শুক্রবার রাতে অভিযান চালিয়ে মো. সুমন (২৬) ও মো. শামীম হাসান (২৯) নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করে র‌্যাব-১১। এ সময় তাদের শরীর তল্লাশী করে ১৯৬ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

আটককৃত সুমন নুরপুরের গিয়াসউদ্দিন মাস্টারের এবং শামীম হাসান বানাঘাটার মৃত আ. রাজ্জাকের ছেলে।

র‌্যাব-১১ সূত্রে জানা যায়, শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১ মুন্সিগঞ্জ ক্যাম্পের সিনিয়র এএসপি মো. মাসুদ আনোয়ারের নেতৃত্বে র‌্যাব নুরপুর এলাকায় অভিযান চালিয়ে ১৯৬ পিস ইয়াবাসহ এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী সুমন ও শামীম হাসানকে আটক করে।

অন্য খবর  টানা ২য় বার ঢাকা জেলা জাতীয় পার্টির সাধারন সম্পাদক সালমা ইসলাম

পরে তাদেরকে আইনানুগত ব্যবস্থা গ্রহণের জন্য দোহার থানায় সোর্পদ করা হয়।

আপনার মতামত দিন