কেরানীগঞ্জে মামলা উপেক্ষা করে ঘর ভাঙলেন ইউএনও

248

নিউজ৩৯♦ আদালতে বিচারাধীন মামলা উপেক্ষা করে একটি জমির ঘর ভেঙে দিলেন ঢাকার কেরানীগঞ্জ ইউএনও আবুল বাসার মো. ফখরুজ্জামান। এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাশেদুল ইসলামও উপস্থিত ছিলেন। 

মঙ্গলবার দুপুরে নবাবগঞ্জ ঢাকা সড়কের পাশে কেরানীগঞ্জ উপজেলার মুগারচর এলাকায় এ ঘটনা ঘটে। তবে এ বিষয়ে জানতে চাইলে সাংবাদিকদের কোনো তথ্য দিতে অস্বীকৃতি জানান ইউএনও। জমির মালিক দুদু মিয়া জানান, উপজেলার মুগারচর মৌজার এসএ ১নং খতিয়ানের এসএ পরচা অনুযায়ী ২৪০০নং দাগের ১১১ শতাংশ নাল জমি ১৯৮০ সালে বন্দোবস্ত নিয়ে নামজারি করেন লাখিরচর গ্রামের মো. আদালত মিয়ার ছেলে নূর আহমেদ। যার নামজারী কেস নং ৬১ (আর) জি-৮০। জোত নং ৯৬৬। 

২০০১ সালের ৭ মে জমিটি স্থানীয় দুদু মিয়ার কাছে হস্তান্তর করা হয়। সম্প্রতি ওই এলাকার রবিউল্লাহ গং ওই জমিটি দাবি করে বেআইনিভাবে দখলের চেষ্টা করেন। পরে মো. রবিউল্লাহ গংয়ের বিরুদ্ধে দুদু মিয়া আদালতে ৫টি মামলা দায়ের করেন। কেরানীগঞ্জ মডেল থানার ওসি আদালতকে দখলের প্রতিবেদন দেয়। দুদু মিয়াকে জমির মালিক ও অবস্থানকারী হিসেবে দেখান। 

দুদু মিয়া অভিযোগ করেন, মঙ্গলবার কেরানীগঞ্জ ইউএনও আবুল বাসার মো. ফখরুজ্জামানের নির্দেশে সহকারী কমিশনার (ভূমি) রাশেদুল ইসলাম ৮-১০ জন লোক ও পুলিশ দিয়ে দুদু মিয়ার বসবাস করা ৪০ হাত লম্বা ৬ কক্ষবিশিষ্ট একটি ঘর ভেঙে ফেলেন। তার অভিযোগ, রবিউল্লাহ গংয়ের জমি দখলে দিতে এ কাজ করা হয়েছে।

অন্য খবর  পদ্মানদীতে ড্রেজার বন্ধে মোবাইল কোর্ট অভিযান

এ বিষয়ে জানতে চাইলে কেরানীগঞ্জ ইউএনও আবুল বাসার মো. ফখরুজ্জামান উত্তেজিত হয়ে যান। তিনি সাংবাদিকদের কোনো তথ্য দেয়া হবে না বলে জানিয়ে দেন।

আপনার মতামত দিন