নবাবগঞ্জে ইসলামী ব্যাংকে জালিয়াতি চক্রের সদস্যকে গণপিটুনি, পুলিশে সোপর্দ

231

নিউজ৩৯♦ নবাবগঞ্জে ইসলামি ব্যাংকের শাখা থেকে এক গ্রাহকের টাকা চুরির সময় ধরা পড়ায় মো: কাশেম নামে জালিয়াতি চক্রের সদস্যকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে বিক্ষুব্ধ জনতা। রবিবার দুপুরে উপজেলা ইসলামী ব্যাংকে এই ঘটনা ঘটেছে। আটককৃত আবুল কাশেম খুলনা খালিশপুর উপজেলার গোয়ালখালী গ্রামের মৃত হাতেম আলীর ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, মেসার্স এম,এস ট্রেড ডিষ্ট্রিবিউশন ও মেসার্স সাহাব ট্রেডিং এর কর্ণধার মো: সাইফুল ইসলাম রবিবার দুপুরে ইসলামী ব্যাংক নবাবগঞ্জ শাখায় ২লাখ ৯৬ হাজার টাকা জমা দিতে আসেন। সাইফুল ইসলাম ভাউচার লেখায় ব্যস্ত থাকার সুযোগে আসামী কৌশলে টেবিলের উপর রাখা টাকা নিয়ে পালানোর চেষ্টা করেন। এই সময় সাইফুল চোর চোর বলে চিৎকার করলে ব্যাংকের গ্রাহকরা কাশেমকে ধরে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোর্পদ করেন। পুলিশ আহত জালিয়াতি দলের সদস্য কাশেমকে  চিকিৎসা জন্য সরকারী হাসপাতালে ভর্তি করেন। কাশেম স্বীকার করেন তার সাথে আরো ৩/৪ জন ছিলেন কিন্তু তিনি ধরা পড়ায় অন্যরা পালিয়ে গেছে। তারা বিভিন্ন জালিয়াতি ও চুরির সাথে জড়িত বলে জানা যায়।

অন্য খবর  জানুয়ারি মাস থেকে ডলার ও এলসি সমস্যার সমাধান হয়ে যাবেঃ সালমান এফ রহমান এমপি

ইসলামী ব্যাংকের নবাবগঞ্জ শাখার ম্যানেজার মো: মতিউর রহমান বলেন, রবিবার ইসলামী ব্যাংকে ভীড় বেশি থাকে। এই সুযোগে জালিয়াতি চক্রের সদস্যরা সক্রিয় হয়ে উঠে। গ্রাহকদের নিরাপত্তা দেওয়ার জন্য আমরা নজরদারি বৃদ্ধি করেছি। গত কয়েকমাসে এই নিয়ে দুই চোরকে আমরা ধরতে সক্ষম হয়েছি।

এ ব্যাপারে নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: সায়েদুর রহমান বলেন, ভোক্তাভোগী সাইফুল ইসলাম থানায় লিখিত অভিযোগ করেছেন। এখন আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার মতামত দিন