অসাধারন কাজের একটি ফ্রী ছোটো সফটওয়্যার

433

ইন্টারনেট ব্রাউজিঙের সময়, প্রায়ই দেখা যায় কোন Website এর iNformation সেইভ করে রাখার প্রয়োজন হয়।

অনেক সময়  ফেসবুকের মেসেজে একজনের সাথের একটি আলোচনা অপরকে দেখাতে চাইলে,ওই আলোচনার স্ক্রিনশট নেয়ার প্রয়োজন পড়ে।

অথবা,ধরুন কারো সাথে ফেসবুকে তার কোনো পোষ্টে  আপনি তার কথার বিরোধীতা করলেন। উভয়েই তাদের সপক্ষে যুক্তি উপস্থাপন করলেন। কিন্তু সে চাইলেই আপনার সুন্দর যুক্তি গুলোর কিছু কিছু ডিলেট করে আপনার বক্তব্যটাকে হালকা করে উপস্থাপন করতে পারে। তাই প্রমান রাখার খাতিরে এই বির্তকের স্ক্রিনশট অনেক ক্ষেত্রেই নেয়ার প্রয়োজন হয়।

এছাড়া,ধরুন ওয়েবের কোনো পেজ কম্পিউটারে সেভ করে রাখতে আগ্রহি হলেন, আপনি যদি তা এর Save As Menu থেকে সেভ করেন তবে তা *.Html বা *.Txt আকারে সেভ হবে এবং সময় বেশি লাগবে।

আর আপনি আপনার কি-বোর্ডের Prt Sc Sys Rq কি এর  মাধ্যমে স্ক্রিনশট নিতে পারলেও,তাতে কেবল পেজের যতটুকু আপনার মনিটরে দেখা যাচ্ছে অতটুকুই সেভ হবে। লম্বা কোনো পোষ্টের ক্ষেত্রে এদিয়ে পুরো পেজের ছবি তোলা সম্ভব না।

উপরিউক্ত ক্ষেত্রগুলোতে যদি এক ক্লিকে আপনি Load করা Webpage টি যেমন দেখছেন ঠিক সে রকম Image File আকারে সেইভ করতে পারেন তবেই সবচাইতে উপকৃত হবেন এবং এটি Fireshot (814kb) দিয়ে তা সম্ভব ৷

অন্য খবর  কেরানীগঞ্জের জিঞ্জিরায় ‘তৈরি’ হচ্ছে অ্যান্ড্রয়েড ফোন

এই সফটওয়্যার দুই ধরনের  Browser এ কাজ করে, Internet Explorer ও FireFox ৷

আপনি যে Browser ব্যবহার করেন সে অনুযায়ি Fireshot Download করে নিন৷

এরপর আপনার Browser এ একটি Fireshot নামের নতুন বাটন যোগ হবে “S”৷

“S” বাটনের পাশে ছোট Arrow key তে ক্লিক করে Capture Entire Page…(যদি আপনি পুরো সাইটটি সেইভ করতে চান) এ Save Button এ ক্লিক করে কোথায় সেইভ করবেন তা একবার দেখিয়ে দিন৷ ৪টি ভিন্ন ফরমেটে আপনি সেইভ করতে পারবেন৷*.Jpg,*.Png,*.Gif এবং *.Bmp৷আপনি Jpg ফরমেটে সেইভ করলে হার্ডডিস্কের স্পেস তুলনামূলক কম খাবে৷এরপর যেকোনো Website এর Screenshot নেবার দরকার হলে Website টি Load হলে Browser এর নতুন “S” লেখা বাটনে একবার ক্লিক করুন৷এরপর একটা মেসেজ আসলে একটু কষ্ট করে একবার Enter Press করুন৷

আপনি চাইলে শুধু Visible Screen এর Screenshot ও নিতে পারেন৷ সে জন্য “S” বাটনের পাশে ছোট Arrow key তে ক্লিক করে Capture Entire Page… এর পরিবর্তে Capture Visible Area… অংশে ক্লিক করুন৷

আপনি চাইলে শুধু সিলেক্টেড একটি এরিয়ার  ও স্ক্রিনশট নিতে পারেন৷সে জন্য “S” বাটনের পাশে ছোট Arrow key তে ক্লিক করে Capture Entire Page… এর পরিবর্তে Capture Selected Area… অংশে ক্লিক করুন৷ আপনি চাইলে Fireshot এর নিজস্বঃ Image Editor দিয়ে Screenshot Edit করতে পারেন ।

অন্য খবর  আমার সমর্থন মুসলমানদের প্রতি: জুকারবার্গ

নিচের ঠিকানায় প্রবেশ করে আপনারা সফটওয়াটির Demo দেখতে পারেন+এর ফটো এডিটরের স্পেশাল কাজ গুলোও শিখতে পারেন।

http://www.screenshot-program.com/fireshot/demo.php                 

আর ডাউনলোড করতে পারেন নিচের ঠিকানা থেকে:

Internet Explorer ব্যবহারকারীদের জন্য-

http://screenshot-program.com/fireshot_ie_install.zip

FireFox ব্যবহারকারীদের জন্য-

http://screenshot-program.com/fireshot.xpi

আপনার মতামত দিন