স্বাস্থ্যসেবায় মনোযোগী হতে হবেঃ দোহারে সালমা ইসলাম

210

নিউজ৩৯♦ দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মাসিক সমন্বয় সভায় বক্তব্য রাখছেন সাবেক মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট সালমা ইসলাম এমপিদোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মাসিক সমন্বয় সভায় বক্তব্য রাখছেন সাবেক মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট সালমা ইসলাম এমপি

গ্রামের সাধারণ মানুষের কল্যাণে স্বাস্থ্যসেবায় চিকিৎসকদের মনোযোগী হতে হবে। রোববার ঢাকার দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে সাবেক মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী ঢাকা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সালমা ইসলাম এ কথা বলেন।

সালমা ইসলাম বলেন, প্রত্যন্ত অঞ্চলের গরিব মানুষের স্বাস্থ্যসেবায় সরকার নানা উদ্যোগ গ্রহণ করেছে। যারা এসব প্রতিষ্ঠান থেকে সেবা বঞ্চিত হবে তারাই মূলত অগ্রাধিকার প্রাপ্ত। বাণিজ্যিক নয়, সেবার মনোভাব নিয়ে চিকিৎসকদের দায়িত্ব পালন করতে হবে। যাদের টাকায় বেতন-ভাতা হয় তাদের ফাঁকি দিলে বিবেকের তারণায় যন্ত্রণা পোহাতে হবে।

তিনি সব চিকিৎসক, সেবিকা ও কর্মচারীদের মনোযোগী হয়ে দায়িত্ব পালনের আহ্বান জানান। সেই সঙ্গে হাসপাতালের খাবারের মান, বিনামূল্যে ওষুধসহ প্রয়োজনীয় সব সেবা প্রদানের জন্য কর্তৃপক্ষকে সজাগ থাকতে বলেন।

এ সময় উপস্থিত ছিলেন ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, দোহার পৌর মেয়র আবদুর রহিম মিয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরুল করিম ভূঁইয়া, মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা রাহিম, স্বাস্থ্য কর্মকর্তা মো. জসীম উদ্দিন, আবাসিক মেডিকেল অফিসার ইমারত হোসেন রুমেল, ডা. মঞ্জুর এলাহী, পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাইফুল ইসলাম, ওসি মো. মাহমুদুল হক, ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন মোল্লা, শামীম আহমেদ হান্নান, জাতীয় পার্টি নেতা ডা. আলাউদ্দিন আল আজাদ, প্রমুখ।

আপনার মতামত দিন