নবাবগঞ্জে স্কুলের মাঠ দখল করে বসতবাড়ি নির্মাণ

156

নিউজ৩৯♦ নবাবগঞ্জ উপজেলার গোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ দখল করে স্থাপনা নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে উপজেলা শিক্ষা অফিসে লিখিত অভিযোগ করেও প্রতিকার না পেয়ে ক্লাস বর্জনের হুমকি দিয়েছে শিক্ষক ও শিক্ষার্থীরা।

জানা গেছে, বিদ্যালয়টির মোট জমির পরিমাণ ৩৫ শতাংশ। এর ১৭ শতাংশ বিদ্যালয়ের নামে নামজারিকৃত। বাকি ১৮ শতাংশ অর্পিত সম্পত্তি। যা বিদ্যালয়ের দখলে রয়েছে। এমতাবস্থায় পার্শ্ববর্তী বাসিন্দারা বিদ্যালয়ের সামনের মাঠটি দখল করে শৌচাগারসহ বাড়িঘর নির্মাণ করেছে। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. হাবিবুর রহমান বলেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বেশ কয়েক বার লিখিতভাবে জানানো হয়েছিল; কিন্তু এর কোন প্রতিকার পাইনি।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাম প্রসাদ সরকারসহ অন্য শিক্ষকরা বলেন, খুব শীর্ঘ্রই অবৈধ স্থাপনা উচ্ছেদ করা না হলে শিক্ষার্থীসহ তারা ক্লাস বর্জনের সিদ্ধান্ত নিতে পারেন।

এবিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জেসমিন আহমেদ বলেন, তিনি নতুন যোগদান করেছেন।

আপনার মতামত দিন