ভাঙন রোধে স্বেচ্ছাশ্রমে বাঁধ নির্মাণ

176

নিউজ৩৯♦ ঢাকার দোহারের পদ্মাপাড়ের বাসিন্দারা ভাঙন আতঙ্কে স্বেচ্ছাশ্রমে বাঁধ নির্মাণ করছেন। উপজেলার  বেশ কয়েকটি ইউনিয়ন দীর্ঘদিন ধরে পদ্মা নদীতে অব্যাহত ভাঙনের ফলে শত শত পরিবার তাদের ভিটেমাটি হারিয়েছে। অনেকেই ভিটেমাটি হারিয়ে অন্যের বাড়িতে আশ্রয় নিয়েছে। ভাঙ্গনরত এলাকা বাহ্রাঘাট থেকে চরপুরলিয়া খাল পর্যন্ত বাঁধ নির্মাণের পরিকল্পনা নেয়া হয়েছে। 

প্রাথমিকভাবে এটি বাস্তবায়িত হলে কাজের পরিধি আরো বাড়ানো হবে। বাঁধটি নির্মিত হলে দোহারের শিলাকোঠা, আন্তা বাহ্রা, বাংলাবাজার, শিলাকোঠা ও চরপুরলিয়া এলাকার শত শত বাড়িঘর ভাঙনের কবল থেকে রক্ষা পাবে। আনুষ্ঠানিকভাবে বাঁধের কাজ উদ্বোধন করা হয়েছে। বাঁধ নির্মাণের উদ্যোক্তা আব্দুর রহিম মিয়াকে আহ্বায়ক করে কমিটিও গঠন করা হয়েছে। তিনিই কাজের সার্বিক তদারকি করছেন। এলাকাবাসী জানায়, শিলাকোঠা ও সুন্দরীপাড়া বাংলাবাজার এলাকার সকল শ্রেণি-পেশার মানুষ বাঁধ নির্মাণে কেউ বাঁশ, কেউ টাকা, কেউবা স্বেচ্ছাশ্রম দিয়ে সহযোগিতা করছেন।

কুসুমহাটি ইউপি চেয়ারম্যান হাফেজ আব্দুর ওয়াহার দোহারী বলেন, বর্ষা মৌসুম ছাড়াও অন্যান্য সময় নদীর ঢেউ তীরে আছড়ে পড়ার কারণে বিলীন হয়ে যায় ফসলি জমি। বাঁশ দিয়ে অস্থায়ী বাঁধ নির্মাণ করা হলে ভাঙনের হাত থেকে রক্ষা পাওয়া যাবে। 

অন্য খবর  আব্দুল মান্নানকে শেষ শ্রদ্ধা জানালো বিএনপি

নয়াবাড়ী ইউপি চেয়ারম্যান শামীম আহমেদ হান্নান বলেন, এই উদ্যোগকে আমি স্বাগত জানাই। বাঁধকে কেন্দ্র করে সবাই ঐকমত্যে পৌঁছেছে বিষয়টি আমার কাছে ভালো লেগেছে। এছাড়া দুই ইউনিয়নের সর্বস্তরের জনগণ এ কাজের সঙ্গে সরাসরি সম্পৃক্ত।

আপনার মতামত দিন