পৃথিবীতে জীব প্রজাতি আছে ৮৭ লাখ

466

বিজ্ঞান ডেস্ক ♦ পৃথিবীতে বর্তমানে ৮৭ লাখ প্রজাতির জীব রয়েছে বলে দাবি করেছেন একদল কানাডীয় বিজ্ঞানী। একটি উচ্চতর গাণিতিক মডেল ব্যবহার করে হিসাব কষে এই সংখ্যা পাওয়া গেছে বলে জানান তারা। এর আগের হিসাবে আনুমানিক প্রজাতিসংখ্যা ছিল ৩ লাখ থেকে এক কোটির মধ্যে।

প্রাণিবিজ্ঞানী ও উদ্ভিদবিজ্ঞানীরা প্রায় ২৫০ বছর ধরে জীব প্রজাতির সংখ্যা গণনা করে আসছেন। কিন্তু তারা মাত্র ১২ লাখ প্রজাতি পর্যন্ত গণনা করতে পেরেছেন। প্রতি বছর নতুন প্রজাতি আবিষ্কার হয়েছে ৬ হাজার। এই হিসেবে আরও ১২শ বছর লাগবে সবগুলো প্রজাতি খুঁজে বরে করতে।

নতুন এই পরিসংখ্যানে যোগ হয়েছে ৭৮ লাখ প্রাণী, ৩ লাখ উদ্ভিদ এবং ৬ লাখেরও বেশি বিভিন্ন ধরনের ছত্রাক।

সামুদ্রিক জীব পরিসংখ্যানের গবেষক ও এই গবেষণার সদস্য জেসি অসুবেল বলেন, এটা এমন একটা বিষয় যেমন, আমরা জানি না একটি দেশে কতজন লোক বাস করে কিন্তু আমরা দেশ, শহর এবং গ্রামের সংখ্যা জানি। এই পরিসংখ্যানই আমাদের জনসংখ্যা সম্পর্কে একটি পরিষ্কার চিত্র পেতে সাহায্য করে।

আপনার মতামত দিন