নবাবগঞ্জে পুলিশের সাথে সংঘর্ষ: হার্ট অ্যাটাকে বিএনপি নেতার মৃত্যু

274

আসিফ/ শাহীনঃ নবাবগঞ্জে  ঢাকা জেলা বিএনপি’র সভাপতি আব্দুল মান্নান সমর্থকদের সাথে পুলিশের  সংর্ঘষের সময়ে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে নবাবগঞ্জ উপজলোর বক্সনগর ইউনিয়ন বিএনপি’র যুগ্ম সম্পাদক মোঃ আলম (৪৮) মারা গিয়েছেন। আহত হয়েছেন ওসি মাসুদ করিম।
প্রত্যক্ষদর্শীদের বরাত থেকে জানা যায়, বুধবার দুপুর ১২টার দিকে উপজলোর শুরগঞ্জে বিএনপি’র  র্কাযালয়ের সামনে থেকে অবরোধ সমর্থনে আব্দুল মান্নান সমর্থিত বিএনপি ও ১৮ দলীয় জোট একটি মিছিল বের হয়। এ সময় মিছিল থেকে ২টি ইজি বাইক ও যমুনা পরিবহনের একটি যাত্রীবাহী বাস ভাংচুর করা হয়। এ সময় পুলিশ তাদের বাধা দিলে নেতা-কর্মিরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে নবাবগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদ করিম ইটের আঘাতে আহত হন। এ সময় পুলিশ ও জোটের নেতা-কর্মিরা ধাওয়া-পাল্টা ধাওয়ায় জড়িয়ে পড়েন। এ সময় বিএনপি নেতা মোঃ আলম(৪৮) মাটিতে পড়ে যান। দ্রুত তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে ঢাকা নেওয়ার পরামর্শ দেন। ঢাকা নেওয়ার পথে তিনি মারা যান। তার স্ত্রী শাহিনুল আলম উপজেলা মহিলাদলের যুগ্ম সম্পাদক।
এ ব্যাপারে ঢাকা জেলা বিএনপি’র সভাপতি আব্দুল মান্নান এবং নবাবগঞ্জ উপজেলা সভাপতি আবেদ হোসেন পুলিশের আক্রমণকে তীব্রভাবে প্রতিবাদ জানিয়েছেন।

অন্য খবর  নবাবগঞ্জে একটি বাড়ি একটি খামার গ্রাম নির্বাচনী সভা

এ ব্যাপারে ওসি মাসুদ করিম নিউজ৩৯কে জানান, পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনাস্থল থেকে কইলাইল ইউনিয়ন যুবদল যুগ্ম-সম্পাদক মামুনকে আটক করা হয়েছে।

আপনার মতামত দিন