১৩ সেপ্টেম্বর: বছরের ২৫৬ তম দিন (২৫৭ অধিবর্ষে)

১৫০১: মাইকেল এঞ্জেলো  বিখ্যাত ডেভিড মূর্তি নির্মান শুরু করেন।

১৬০৯: অভিযাত্রী হেনরী হাডসন আমেরিকার নিউ জার্সিতে একটি নদী খুঁজে, পরবর্তীতে নদীটির নাম রাখা হয় হাডসন নদী। স্থানীয় আদিবাসীরা নদীটিকে ডাকতো মু-হে-কুন-নে-তুক (Muh-he-kun-ne-tuk) নামে।

১৯৪৮: ভারতের ডেপুটি প্রধানমন্ত্রী বল্লভভাই পাতিল স্বাধীন হায়দ্রাবাদ রাজ্যকে ভারতের সাথে যুক্ত করতে হায়দ্রাবাদে সেনাবাহিনীকে প্রবেশের অনুমতি দেন।

১৯৯৩: যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসে ইসরাইল ও পিএলও ফিলিস্তিনিদের মধ্যে সীমিত স্বায়ত্বশাসন সংক্রান্ত ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত হয়।

২০০৮: দিল্লীতে এক সিরিজ বোমা হামলায় ৩০ নিহত ও ১৩০ জন আহত হয়।

জন্ম:

৭৮৬: আব্বাসীয় খলিফা আল মামুন ইবনে হারুনের জন্ম।

১৯০৪: প্রথিতযশা সাহিত্যিক সৈয়দ মুজতবা আলীর জন্ম।

১৯৬৯: বিশ্বের অন্যতম সেরা স্পিনার শেন ওয়ার্নের জন্ম।

১৯৭৩: ইতালীয় ফুটবলার ফাভিয়ো কানাভারো’র  জন্ম।

১৯৮৯: জার্মান ফুটবলার থমাস মুলারের  জন্ম।

মৃত্যু:

১৯১০: প্রখ্যাত কবি, গীতিকার এবং সুরকার  রজনীকান্ত সেন কলকাতায় মৃত্যুবরণ করেন।

আজ:

চকলেট দিবস।

প্রোগ্রামার দিবস। বছরের ২৫৬ (২) তম দিনে এটি বিশ্বের বিভিন্ন দেশে, প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো পালন করে থাকে। রাশিয়ায় এটি সরকার স্বীকৃত দিবস।

আপনার মতামত দিন