জমে উঠেছে নবাবগঞ্জে বঙ্গমাতা ফুটবল টুর্ণামেন্ট। ব্যাপক দর্শক সাফল্য ও মাঠের উত্তেজনাকর ফুটবল মনে করিয়ে দিচ্ছে হারিয়ে যাওয়া ফুটবলের সি দিনগুলোর কথা। এই টূর্ণামেন্টের তৃতীয় কোয়ার্টার ফাইনাল খেলা হয়ে গেল শুক্রবার। উত্তেজনাময় এই কোয়ার্টার ফাইনালে বাহ্রা ইউনিয়ন একাদশকে ট্রাইব্রেকারে ৫-৪ গোলে হারিয়ে সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করল যন্ত্রাইল ইউনিয়ন একাদশ। দোহার-নবাবগঞ্জ বিশ্ববিদ্যালয় এন্ড কলেজ মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। খেলায় নির্ধারিত সময়ে কোন গোল না হওয়ায় ট্রাইব্রেকারে খেলার ফলাফল নির্ধারিত হয়।
খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তোফাজ্জল হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি নাসির উদ্দিন আহমেদ ঝিলু, সাধারণ সম্পাদক মো. জালাল উদ্দিন, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক রেজাউর রহমান রেজা, যন্ত্রাইল ইউপি চেয়ারম্যান নন্দলাল সিং, বাহ্রা ইউপি চেয়ারম্যান সাফিল উদ্দিন মিয়া প্রমূখ।
আগামী ১০ ডিসেম্বর চতুর্থ কোয়াটার ফাইনালে বারুয়াখালী ইউনিয়ন একাদশ ও কৈলাইল ইউনিয়ন একাদশের মধ্যকার খেলা অনুষ্ঠিত হবে।
Comments
