বঙ্গবন্ধুর ভাষন ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যঃ নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের আনন্দ র‍্যালী

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য হিসেবে ইউনেস্কো’র স্বীকৃতি পাওয়ায় আনন্দ র‍্যালী করেছে ঢাকার নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন। সোমবার সকাল ১০ টায় নবাবগঞ্জ উপজেলার কায়কোবাদ চত্বর থেকে র‍্যালীটি বের হয়ে উপজেলা বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন।

এসময় র‍্যালী ও আলোচনা সভায় অংশগ্রহণ করেন , বাংলাদেশ আওয়ামীলীগের জাতীয় কমিটির সদস্য আব্দুল বাতেন মিয়া, ঢাকা জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক পনিরুজাম্মান তরুণ, বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ দারু, নবাবগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি নাসির উদ্দিন আহম্মেদ ঝিলু, সাধারন সম্পাদক জালাল উদ্দিন, কলাকোপা ইউপি চেয়ারম্যান ও উপজেলা প্রেসক্লাব এর সভাপতি ইব্রাহীম খলীল, শোল্লা ইউপি চেয়ারম্যান দেওয়ান তুহিনুর রহমান, আওয়ামীলীগ নেতা অসীম সরকার, জেলা পরিষদের সদস্য ওয়াহিদুজাম্মান রনি, এস এম সাইফুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক আসাদুজাম্মান রনি, ছাত্রলীগ নেতা শোভন শিকদার প্রমুখ।

পরে র‍্যালী শেষে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে আলোচনা সভার আয়োজন কর হয়।

আপনার মতামত দিন