দোহার নবাবগঞ্জে বাল্য বিবাহ হয় কোর্টে

613

ঢাকার দোহার ও নবাবগঞ্জে সরকার অনুমিত বিয়ে পড়ান কাজীরা আজ অসহায় হয়ে পরেছে। জানা যায়, সরকারী ঘোষনায় সারা দেশে বাল্য বিবাহ নিষেধ থাকায় ঢাকার দোহার ও নবাবগঞ্জ উপজেলার প্রতিটি ইউনিয়নের সরকারি অনুমতি পাওয়া কাজীরা আজ অসহায় হয়ে পরেছে।

দোহার উপজেলার মুকসুদপুর ইউনিয়নের দায়ীত্ব পাপ্ত কাজী শেখ মোঃ ফরিদ জানায়, আমি গত অক্টোবরে না জেনে একটি বাল্য বিয়ে পরানো অপরাধে এক মাস কারাগারে ছিলাম। তাই আমিসহ অন্য কাজীরা আর বাল্য বিয়ে পরাইনা। এখন দোহার নবাবগঞ্জের বরের পক্ষ এবং কনের আত্মীয় উভয়ে ঢাকা কোর্ট গিয়ে বিয়ে পরাচ্ছেন। আমাদের হাতে এখন কাজ না থাকায় পরিবার পরিজন নিয়ে খুব কষ্টে আছি।

এই ব্যাপারে দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান আলমগির হোসেন ও উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম আলামিন জানায়, আমরা প্রতিটি এলাকায় ঘোষনা করে দিব কেউ যেন বাল্য বিয়ে না দেয়।

আপনার মতামত দিন