‘২৫ জন নিহত, ২৪ লাশ হস্তান্তর’ ছবিতে এফ আর টাওয়ার অগ্নিকান্ড

    251

    রাজধানীর বনানীর ১৭ নম্বর রোডের এফ আর টাওয়ারের ৯ তলায় বৃহস্পতিবার (২৮ মার্চ) দুপুর ১২টা ৫৫ মিনিটে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ২৫টি ইউনিট কাজ করে রাতে আগুন নেভায়। পাশাপাশি সেনাবাহিনী, বিমানবাহিনী, নৌবাহিনী, পুলিশ, র‍্যাব, রেড ক্রিসেন্টসহ ফায়ার সার্ভিসের প্রশিক্ষিত অনেক স্বেচ্ছাসেবী কাজ করেছেন।

    এফ আর টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতের সংখ্যা নিয়ে ‘বিভ্রান্তির’ মধ্যে আজ সকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে জানানো হয়েছে, সেখান থেকে ২৫ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

    ডিএমপির গুলশান জোনের উপকমিশনার (ডিসি) মোস্তাক আহমেদ আজ সকালে এফ আর টাওয়ারের সামনে এক সংবাদ ব্রিফিংয়ে বলেন, এখন পর্যন্ত এ ঘটনায় ২৫ জনের লাশ উদ্ধার করা হয়েছে। সবার লাশ শনাক্ত করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে ২৪ জনের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। বাকি একজনের লাশ ঢাকা মেডিকেলে আছে। তাকেও শনাক্ত করা হয়েছে।  সেটিও হস্তান্তর করা হবে।

    গতকাল রাত থেকে এখন পর্যন্ত আর কেউ নিখোঁজের কোনো তথ্য দেননি বা সন্ধান নিতে আসেনি বলেও জানান পুলিশের এই উপকমিশনার।

    এদিকে, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়াও সকালে বলেছেন, রাতের মধ্যে ২৪টি লাশ হস্তান্তর করা হয়েছে। বাকি একটি লাশ মর্গে আছে।

    অন্য খবর  কে হচ্ছেন নবাবগঞ্জে আওয়ামী লীগের প্রার্থী

    বনানীর এফ আর টাওয়ারে আগুন লাগার পর উদ্ধারকাজে এক ব্যক্তি

    আগুন নেভানোর চেষ্টায় ফায়ার সার্ভিসের কর্মীরা
    অগ্নিকাণ্ডে আহত এক নারীর কান্না

     

    দুই বিল্ডিংয়ের মাঝে আটকে পড়া এক ব্যক্তি

    উদ্ধার হওয়ার অপেক্ষায়

    উদ্ধারকাজ পর্যবেক্ষণ করতে আসা স্থানীয় সাংসদ চিত্রনায়ক ফারুক

    উদ্ধারকাজে সচেতন জনসাধারণের সহযোগিতা

    উদ্ধারকাজে ফায়ার সার্ভিস, সেনা ও নৌবাহিনীর কর্মকর্তারা

    হেলিকপ্টারের বাতাসে নেভানো হচ্ছে আগুন

    আহত একজনকে উদ্ধার

    উদ্ধার তৎপরতা

    সূত্রঃ বাংলা ট্রিবিউন

     

    আপনার মতামত দিন