২০১৯ সালে আমারা যাদেরকে হারালাম

    333
    ২০১৯ সালে আমারা যাদেরকে হারালাম

    চলতি বছর সংস্কৃতি অঙ্গন হারিয়েছে অবদান রাখা বেশ ক’জন কৃতী ব্যক্তিত্বকে। এক সময় যারা তাদের প্রতিভার আলোয় আলোকিত করেছে শিল্পাঙ্গন। তারা আজ চিরদিনের জন্য পাড়ি জমিয়েছেন না ফেরার দেশে।
    * বছরের শুরুতেই ৫ জানুয়ারি পরলোক গমন করেন মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র ‘ওরা ১১ জন’-এর প্রযোজক, বিশিষ্ট ব্যবসায়ী ইফতেখারুল আলম।
    * ২২ জানুয়ারি পৃথিবী ত্যাগ করেন মুক্তিযোদ্ধা, প্রখ্যাত গীতিকার, সুরকার ও সঙ্গীত পরিচালক আহমেদ ইমতিয়াজ বুলবুল।
    * ৬ ফেব্রুয়ারি না ফেরার দেশে চলে গেলেন বিশিষ্ট মুক্তিযোদ্ধা ও চলচ্চিত্র পরিচালক-প্রযোজক আওলাদ হোসেন চাকলাদার।
    * ১৫ ফেব্রুয়ারি মারা যান বাংলার আধুনিক কবি আল মাহমুদ।
    * ১৬ ফেব্রুয়ারি মারা যান চলচ্চিত্র অভিনেত্রী কনিকা মজুমদার।
    * বাংলাদেশের সুস্থধারার চলচ্চিত্র আন্দোলনের অন্যতম পথিকৃৎ মহম্মদ খসরু পরপারে চলে যান ১৯ ফেব্রুয়ারি।
    * ১১ মার্চ না ফেরার দেশে চলে যান চলচ্চিত্র নির্মাতা সাইফুল আজম কাশেম।
    * ১৭ মার্চ চিত্রপরিচালক শাহেদ চৌধুরী পরলোক গমন করেন।
    * ২৪ মার্চ দেশবরেণ্য সঙ্গীতশিল্পী শাহনাজ রহমতউল্লাহ মারা যান।
    * ৬ এপ্রিল চলে যান চলচ্চিত্রের অত্যন্ত শক্তিশালী ও জনপ্রিয় কৌতুক অভিনেতা টেলি সামাদ।
    * ১৯ এপ্রিল মারা যান চিত্রপরিচালক হাসিবুল ইসলাম মিজান।
    * ২৪ এপ্রিল পরলোক গমন করেন নাটকের জনপ্রিয় মুখ সালেহ আহমেদ।
    * ২০ এপ্রিল মারা যান লোকগানের প্রবাদপ্রতিম শিল্পী অমর পাল।

    অন্য খবর  দোহারে দায়িত্ব গ্রহন করলেন নবনিযুক্ত ইউএনও ফিরোজ মাহমুদ

    * ২৯ এপ্রিল মারা যান প্রখ্যাত কৌতুকাভিনেতা আনিসুর রহমান আনিস।
    * ৭ মে মারা যান একুশে পদকপ্রাপ্ত বরেণ্য সঙ্গীতশিল্পী সুবীর নন্দী।
    * ৮ মে মারা যান অভিনেত্রী তমা খান।
    * ১৯ মে মারা যান চলচ্চিত্র অভিনেত্রী মায়া ঘোষ।
    * নজরুলসঙ্গীতের বরেণ্য শিল্পী, গবেষক, স্বরলিপিকার ও একুশে পদকপ্রাপ্ত সঙ্গীতগুরু খালিদ হোসেন ২২ মে মারা যান।
    * ২ জুন মারা যান প্রখ্যাত নাট্যকার, নির্দেশক, অভিনেতা ও ভাষাসৈনিক মমতাজউদদীন আহমদ।
    * ২ জুন চলচ্চিত্র পরিচালক নাজমুল হুদা মিন্টু মারা যান।
    * চলচ্চিত্র অভিনেতা, পরিচালক ও প্রযোজক খলিলুর রহমান বাবর মারা যান ২৬ আগস্ট।
    * ৫ সেপ্টেম্বর সড়ক দুর্ঘটনায় সুরকার ও সঙ্গীত পরিচালক পারভেজ রব নিহত হন।
    * ১৯ অক্টোবর চলচ্চিত্র নির্মাতা মুহাম্মদ জাকির খান মারা যান।
    * ২৫ অক্টোবর, অভিনেতা, নাট্য পরিচালক হুমায়ুন সাধু মারা যান।
    * ২৩ নভেম্বর মারা যান অভিনেতা কালা আজিজ।
    * ৫ ডিসেম্বর মারা যান অভিনেত্রী সূচনা ডলি।
    * ৬ ডিসেম্বর দশবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া বরেণ্য চিত্রগ্রাহক মাহফুজুর রহমান পরলোক গমন করেন।
    * ১৫ ডিসেম্বর মারা যান গায়ক ও সঙ্গীতপরিচালক পৃথ্বিরাজ।

    সাদেক হোসেন খোকা

    অন্য খবর  মার্চে শপথ নেবেন মনসুর ও মোকাব্বির

    অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র ও বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকা ৪ নভেম্বর যুক্তরাষ্ট্রে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার বয়স হয়েছিল ৬৭ বছর। খোকা ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময়ে ছিলেন গেরিলা যোদ্ধা। তিনি মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর ন্যাশনাল আওয়ামী পার্টিতে (ন্যাপ) যোগদানের মাধ্যমে রাজনীতিতে পা রাখেন। ২০০২ সালে তিনি ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে মেয়র নির্বাচিত হন। তিনি প্রায় ৯ বছর ধরে এ পদে দায়িত্ব পালন করেন।

    এইচ এম এরশাদ

    জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি এইচএম এরশাদ ১৪ জুলাই ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার বয়স হয়েছিল ৮৯ বছর। তার মৃত্যুর মধ্য দিয়ে জাতীয় পার্টির প্রধান ও সাবেক সেনাশাসকের ঘটনাবহুল জীবনের সমাপ্তি ঘটে।

    ১৯৮২ সালে সেনাপ্রধান থাকাকালে তৎকালীন রাষ্ট্রপতি আবদুস সাত্তারের নির্বাচিত সরকারকে উৎখাত করে ক্ষমতা দখল করেন এরশাদ। পরে তিনি জাতীয় পার্টি গঠন করেন এবং ১৯৮৬ সালের বিতর্কিত নির্বাচনে জয়লাভ করেন। পরে ১৯৯০ সালে স্বৈরাচারবিরোধী প্রবল গণআন্দোলনের মুখে এরশাদ ক্ষমতা ছাড়তে বাধ্য হন।

    আপনার মতামত দিন