দোহার পৌরসভার ১নং ওয়ার্ড: নাগরীকদের অভিযোগই বেশি

532
জলাবদ্ধতা: পৌরসভার ১ নং ওয়ার্ডের প্রধান যন্ত্রণা

দোহার পৌরসভার ১ নং ওয়ার্ড লটাখোলা, চর লটাখোলার কিছু অংশ এবং বিলের পাড়ের কিছু অংশ নিয়ে গঠিত। এ ওয়ার্ডে রয়েছে ২ টি উচ্চবিদ্যালয়, ১ টি প্রাথমিক বিদ্যালয়, ১ টি মাদ্রাসা, ৩ টি মসজিদ এবং একটি বাজার যা দোহারের অন্যান্য বাজার গুলোর চেয়ে বড়। জনসংখ্যা প্রায় তিন হাজার।

পৌরসভায় বসবাসকারী ১ নং ওয়ার্ডের জনগণের অভিযোগ তারা পৌরসভায় বসবাস করেও তেমন কোন সেবা পাচ্ছেন না। এই এলাকার প্রধান সমস্যা এখানে কোন ড্রেন নেই। ফলে বৃষ্টিতে হাটু পানি জমে যায় বেশীরভাগ রাস্তায়।  স্কুল-কলেজগামী শিক্ষার্থীসহ বিপাকে পড়তে হচ্ছে সাধারণ জনগণকে। এছাড়া ও এই ওয়ার্ডের রয়েছে মশার সমস্যা,সুপেয় পানির অভাব, পাবলিক টয়েলেটের অভাব, খেলার মাঠের অভাব, ভাঙ্গা রাস্তাসহ মাদকের মত ভয়াবহ সমস্যা।

এসব সমস্যার কথা শ্বীকার করে ১ নং ওয়ার্ডের কমিশনার বদরুল ইসলাম নিউজ৩৯-কে জানান,”হ্যা, আমার এলাকায় এসব সমস্যা রয়েছে। আমি যথাসাধ্য চেষ্টা করছি সমস্যাগুলোর সমাধানের। কিন্তু অনেক সময় অর্থ সংকটের কারণে সব সমস্যার সমাধান করা সম্ভব হয় না। তবে আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি যত তাড়াতাড়ি পাড়া যায় সমস্যাগুলোর সমাধান করতে”।

আপনার মতামত দিন