শেষ মুহূর্তে জমে উঠেছে দোহারের পশুর হাট

924
দোহারের কুরবানীর হাট

কুরবানীর দিন ঘনিয়ে আসায় পাল্টে গেছে কুরবানীর পশুর হাটের চিত্র, সরগরম হয়ে উঠেছে হাটগুলো। প্রতিটি হাটেই চলছে পুরোদমে পশু বেচা-কেনা। ক্রেতারা জানিয়েছেন, পশুর দাম গতবারের চেয়ে সামান্য বেশি হলেও সামর্থের মধ্যেই আছে।

তবে নাখোশ বিক্রেতারা। বিক্রেতারা আরো একটু বেশি দামে পশুবিক্রির আশা করছেন। ভারতীয় গরুও বাজারে এসেছে, তবে তারা বলছেন গতবছরের চেয়ে কম। যদিও বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত যে ভারত থেকে যথেষ্ট গরু এসেছে, আর এবার বার্মা থেকেও গরু এসেছে।

শুক্রবার ঈদুল আযহা। তাই গরু কেনার জন্য বাকি আছে মাত্র আজকেরদিন । পশু হাটের সাথে সংশ্লিষ্টরা জানিয়েছেন, বৃহস্পতিবারই পশু বেচাকেনার মূল সময়। তবে গতকাল বুধবার থেকেই বেশি পশু বিক্রি শুরু হয়েছে।

এদিকে গতকাল কয়েকদফায় বৃষ্টি হয়েছে। এতে করে চরম দুর্ভোগে পড়েছেন ক্রেতা-বিক্রেতা ও কুরবানীর পশু। হাটের প্রায় সব স্থানেই হাটু-কাঁদা। আজকেও বৃষ্টির আশংকা আছে। বৃষ্টির পানি জমে আছে সর্বত্রই। ব্যবসায়ীরা মোটামুটি দাম পেলেই গরু বিক্রি করে দিয়ে হাফ ছাড়ছেন।

আপনার মতামত দিন