শেষ মুহূর্তে জমে উঠেছে দোহারের পশুর হাটগুলো

1189

tanjim islam: আর মাত্র ১ দিন বাকী কুরবানী ঈদের। তাই পাল্টে গেছে কুরবানীর পশুর হাটের চিত্র, সরগরম হয়ে উঠেছে হাটগুলো। আসন্ন কোরবানীর ঈদকে সামনে রেখে দোহারে বসেছে ৫টি পশুর হাট। বাংলাবাজার, বাস্তা, জয়পাড়া, মেঘুলা ও ফুলতলায় বসেছে কুরবানীর পশুর হাট। প্রতিটি হাটেই চলছে পুরোদমে পশু বেচা-কেনা। ক্রেতারা জানিয়েছেন, পশুর দাম গতবারের চেয়ে সামান্য বেশি হলেও সামর্থের মধ্যেই আছে।

2-2

তবে নাখোশ বিক্রেতারা। বিক্রেতারা আরো একটু বেশি দামে পশুবিক্রির আশা করছেন। এবার ভারতীয় গরু বাজারে না আশায় ভাল দাম পাচ্ছেন বলে জানিয়েছে কোন কোন বিক্রেতা।
মঙ্গলবার ঈদুল আযহা। তাই গরু কেনার জন্য বাকি আছে মাত্র আজকের দিন । পশু হাটের সাথে সংশ্লিষ্টরা জানিয়েছেন, সোমবারই পশু বেচাকেনার মূল সময়। তবে গতকাল রবিবার থেকেই বেশি পশু বিক্রি শুরু হয়েছে।
ব্যবসায়ীরা মোটামুটি দাম পেলেই গরু বিক্রি করে দিয়ে হাফ ছাড়ছেন।

আপনার মতামত দিন