মুকসুদপুরে শামসুদ্দিন শিকদার বিদ্যালয়ের প্রতিষ্ঠাতার জীবনী গ্রন্থের মোড়ক উন্মোচন

630
শামসুদ্দিন শিকদার বিদ্যালয়ের প্রতিষ্ঠাতার জীবনী গ্রন্থের

ঢাকার দোহার উপজেলার মুকসুদপুর ইউনিয়নের মুকসুদপুর শামসুদ্দিন শিকদার উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মরহুম আলহাজ্ব শামসুদ্দিন শিকদারের উপর লিখিত জীবন গ্রন্থ, ‘স্মৃতির আকাশে এক উজ্জ্বল নক্ষত্র আলহাজ্ব শামসুদ্দিন শিকদার জীবন ও কর্ম’ নামক বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠান সম্পন্ন হয়।

মোড়ক উন্মোচনের সময় বইয়ের মূলভাব বর্ণনা করে লেখক মোহাম্মদ কায়কোবাদ বলেন, মরহুম শামসুদ্দিন শিকদার ছিলেন একজন নীতিবান মানুষ। মানবসেবী ও সৎ মানুষটির জীবনের নানান সাফল্য, ব্যর্থতা ও তার জীবনযাপনের চিত্র তুলে ধরার চেষ্টা করা হয়েছে এই বইটিতে।

গত শুক্রবার সকালে মুকসুদপুর শামসুদ্দিন শিকদার উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কে এম আব্দুল মান্নান, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুলতান আলম শিকদার। অনুষ্ঠান পরিচালনার দায়িত্বে ছিলেন অত্র স্কুলের প্রধান শিক্ষক আহসান হাবীব। এছাড়া আরো উপস্থিত ছিলেন শামসুল হক, কবির হোসেন, জাহিদ হোসেন, হেনা আক্তার প্রমুখ।

আপনার মতামত দিন