রবিবার নবাবগঞ্জ কলেজ সরকারি ঘোষিত হলো

    2547

    দোহার – নবাবগঞ্জ কলেজ অবশেষে সরকারি ঘোষিত তালিকায় ঠাই পেল। দীর্ঘদিন ধরে চলে আসা আন্দোলন অবশেষে স্বার্থক হলো। নবাবগঞ্জবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হলো। দীর্ঘদিন ঝুলে থাকার পর স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের দেয়া ডিও লেটারের পর সরকার এই সিদ্ধান্ত নিল। তালিকা প্রকাশের পর ছাত্র-ছাত্রী, শিক্ষক-কর্মচারী, এলাকাবাসী সংবাদ শোনার পর আনন্দে উদ্বেলিত হয়ে ওথে, তারা মিষ্টি বিতরণ করেন। এছাড়া আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় তারা প্রধানম্মন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
    এছাড়া অগাস্ট ১৮ তারিখে আরও ৬৪ কলেজকে জাতীয়করণের ঘোষণা দেয়া হয়। সেই তালিকায় দোহারের পদ্মা কলেজ ছিল। ইত”মধ্যে পদ্মা কলেজে সরকারীভাবে ইন্সপেকশন সম্পন্ন হয়ে গিয়েছে বলে নিউজ৩৯কে নিশ্চিত করা হয়েছে।
    এছাড়া ঘোষিত সারা দেশে আরও ২৩টি বেসরকারি কলেজ জাতীয়করণ (সরকারি) করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। কয়েক দিন আগে এ বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্মতি দিয়েছেন। এরপর প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে কলেজগুলোর তালিকা দিয়ে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে শিক্ষা মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়েছে।
    আজ রবিবার এ-সংক্রান্ত নির্দেশনা মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) কাছে পাঠানো হয়েছে। এর আগে গত জুন মাসে সারা দেশের আরও ১৯৯টি বেসরকারি কলেজ সরকারি করার সিদ্ধান্ত নেয় সরকার।
    শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, যেসব উপজেলায় সরকারি কলেজ নেই, সেগুলোতে একটি করে কলেজ সরকারি করার পরিকল্পনার অংশ হিসেবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
    যে ২৩ কলেজ সরকারি হচ্ছে : ঢাকার নবাবগঞ্জের দোহার নবাবগঞ্জ কলেজ, মানিকগঞ্জের হরিরামপুরের বিচারপতি নূরুল ইসলাম মহাবিদ্যালয়, দৌলতপুরের মতিলাল ডিগ্রি কলেজ, ফরিদপুরের সালথা কলেজ, শরীয়তপুরের জাজিরার বি. কে নগর বঙ্গবন্ধু কলেজ, ময়মনসিংহের ফুলবাড়িয়ার বেগম ফজিলাতুন্নেছা মুজিব মহিলা মহাবিদ্যালয়, কিশোরগঞ্জের পাকুন্দিয়া কলেজ, শেরপুরের ঝিনাইগাতীর আদর্শ মহাবিদ্যালয়, চট্টগ্রামের হাটহাজারি কলেজ, কুমিল্লার হোমনা ডিগ্রি কলেজ, সিলেটের বিশ্বনাথ কলেজ, রাজশাহী তানোরের আব্দুল করিম সরকার কলেজ, দুর্গাপুরের দাওকান্দি ডিগ্রি কলেজ, নওগাঁর মান্দা মমিন-শাহানা ডিগ্রি কলেজ, সিরাজগঞ্জের কামারখন্দের কাজী কোরাপ আলী মেমোরিয়াল ডিগ্রি কলেজ, বগুড়ার নন্দীগ্রাম মহিলা ডিগ্রি কলেজ, শিবগঞ্জ এম এইচ মহাবিদ্যালয়, রংপুরের তারাগঞ্জ ওয়াকফ এস্টেট কলেজ, দিনাজপুরের ঘোড়াঘাট ডিগ্রি কলেজ, চিরিরবন্দর ডিগ্রি কলেজ, খুলনার তেরখাদার নর্থ খুলনা কলেজ, দিঘলিয়া এম এ মজিদ ডিগ্রি কলেজ এবং কুষ্টিয়ার ভেড়ামারা মহিলা কলেজ

    আপনার মতামত দিন