মুকসুদপুরে বই উৎসব

274
মুকসুদপুর

সারা দেশের ন্যায় ঢাকা জেলার দোহার উপজেল অন্তভূক্ত মুকসুদপুর ইউনিয়নে প্রতি বছরের মতো এবারও নতুন বছরের প্রথম দিনে ‘পাঠ্যপুস্তক উৎসব’ উদযাপন করা হয়েছে।

আজ মঙ্গলবার প্রথম থেকে নবম শ্রেণির শিক্ষার্থীদের হাতে তুলে দেয়া হচ্ছে বিনামূল্যের নতুন পাঠ্যবই। মুকসুদপুর ইউনিয়নের চেয়ারম্যান এম এ হান্নান মুকসুদপুর ইউনিয়নের প্রায় প্রতিটি বিদ্যালয়ে বই উৎসবে গিয়ে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন।

এর আগে গত ২৪ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিশুদের হাতে নতুন বই তুলে দিয়ে উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন।

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) সূত্র জানায়, নতুন শিক্ষাবর্ষে প্রাক-প্রাথমিক স্তরের ৩৪ লাখ ২৮ হাজার ১০ শিক্ষার্থীর জন্য ৬৮ লাখ ৫৬ হাজার ২০টি পাঠ্যপুস্তক দেয়া হবে।

আপনার মতামত দিন