ঢাকার দোহারের বিলাশপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য সারোয়ার হোসেনকে আটকের প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলা চত্বরে এ মানববন্ধন করা হয়।

এলাকাবাসী জানায়, পদ্মা নদী থেকে অপরিকল্পিতভাবে বালু উত্তোলন করেন স্থানীয় ক্ষমতাসীনরা। তা বালু বাল্কহেডের মাধ্যমে নানা স্থানে পরিবহন করা হয়। বাল্কহেডগুলো শাখা নদী দিয়ে যাওয়ার সময় তীরের বসতবাড়ির ক্ষতিসাধন করছিল। এর প্রতিবাদ করেন ওই ইউপি সদস্য। এ ঘটনায় পুলিশ উল্টো তাকেই আটক করে ১৮ ঘণ্টা থানাহাজতে রাখে। পরে তাকে ছেড়ে দেওয়া হয়।

দোহার থানার ওসি শেখ সিরাজুল ইসলাম নিউজ৩৯কে বলেন, রাস্তা প্রতিবন্ধকতা তৈরি করার এখতিয়ার কারো নেই। সমস্যা হলে প্রশাসনকে বলতে হবে। তাই পরিস্থিতি নিয়ন্ত্রণে ইউপি সদস্যকে আনা হয়েছিল। দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা কেএম আল আমিন বলেন, বিষয়টি আমার জানা নেই। খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত দিন