বারুয়াখালিতে রাতে নৌকার পক্ষে সীল মারার অভিযোগ

2495

শুরু হয়েছে চতুর্থ দফা ইউনিয়ন পরিষদ নির্বাচন। সারা দেশে ৭০৩ টি ইউনিয়নের মতো নবাবগঞ্জেও শুরু হয়েছে নির্বাচন। এরই মাঝে প্রিজাইডিং অফিসারের সহায়তায় বারুয়াখালিতে রাতে নৌকার পক্ষে সীল মারার অভিযোগ পাওয়া গেছে।

বারুয়াখালী ইউনিয়নের ৭নং বারুয়াখালী সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে রাতে নৌকার পক্ষে ২০০ ভোট ব্যালট বাক্সে ভরা হয়েছে বলে অভিযোগ করেন বিএনপি প্রার্থী ও আনারস প্রতিকের স্বতন্ত্র প্রার্থী। বিএনপি প্রার্থী আব্দুল্লাহ আল মামুন নিউজ৩৯ এর কাছে অভিযোগ করেন, নৌকা সামর্থক আরিফ রাতে প্রিজাইডিং অফিসারের সহায়তায় নৌকার পক্ষে ২০০ ভোট ব্যালট বাক্সে ভরেন। এই সময় তিনি এলাকাবাসী ও অন্যান্য প্রার্থীর উপস্থিতি টের পেয়ে কেটে পড়েন।

যদিও বারুয়াখালি ৭নং প্রাথমিক বিদ্যালয়ের দায়িত্বরত প্রিজাইডিং অফিসার এই অভিযোগ অস্বীকার করেন।

আপনার মতামত দিন