ফেসবুকের ভিডিও স্ট্রিমিং সবার জন্য উন্মুক্ত

462

সামাজিক যোগাযোগের জনপ্রিয় মাধ্যম ফেসবুক এখন থেকে সকল ব্যবহারকারীই তার কর্মকাণ্ডের ভিডিও সরাসরি সম্প্রচার (স্ট্রিমিং) করতে পারবেন ফেসবুকে। এর আগে বিশেষ কিছু ডিভাইসে বিশেষ কিছু ব্যক্তিই এই সেবাটি পাচ্ছিলেন।

বিবিসি অনলাইনের এক খবরে বলা হয়েছে, গতকাল শুক্রবার থেকে প্রতিষ্ঠানটি  সাধারণ ব্যবহারকারীদের জন্য সেবাটি উন্মুক্ত করেছে।

প্রসঙ্গত, ইতোমধ্যে টুইটার মালিকানাধীন পেরিস্কপ এবং মীরকাট এই নতুন ফিচারটির জনপ্রিয়তা প্রমাণও করে ফেলেছে।

অনলাইন বেচাকেনার অন্যতম প্রতিষ্ঠান অ্যামাজন আগের বছর এ খাতে ১০০ কোটি ডলার বিনিয়োগও করেছে। এদিকে ফেসবুকের পক্ষ থেকে আশা করা হয়েছে, নতুন এই ফিচারটি ব্যবহারের মাধ্যমে মানুষ আরও কাছাকাছি আসতে পারবে। যে কোনো মুহূর্তের খবর সরাসরি তার প্রিয়জনদের জানাতে পারবে।

ফিচারটিতে এখনকার প্রচলিত সেবা যেমন-লাইক দেওয়া, মতামত জানানো বা ডিলেট করার ব্যবস্থাও থাকবে।

ফিচারটির মাধ্যমে ব্যক্তিগত গোপনীয়তা হুমকির মুখে পড়তে পারে বলে অনেকে আশঙ্কা প্রকাশ করলেও ফেসবুকের তরফ থেকে দাবি করা হয়েছে। প্রতিষ্ঠানটির একজন উচ্চপদস্থ বিশ্লেষক ইয়ান মোদে বলেন, ফেসবুক অবশ্যই ব্যবহারকারীদের সকল ধরনের গোপনীয়তার শর্ত অক্ষুন্ন রাখবে।

আপনার মতামত দিন